Bengal News| Bagnan: "ছাত্র ছাত্রীরাই সন্তান", বাগনানে শিক্ষারত্ন পেলেন ভাস্কর চন্দ্র আদক

Last Updated:

Bengal News| Bagnan: স্বভাবতই শিক্ষারত্ন সম্মান পেয়ে খুশি বাগনান হাই স্কুলের প্রধান শিক্ষক জানান , " দীর্ঘ ৩২ বছর, ছ - মাসের কর্মজীবনের পর এরকম একটা সরকারি সম্মান পেয়ে সত্যিই উচ্ছ্বসিত আমি । এই সম্মান ভবিষ্যতে প্রতিটা মুহূর্তে চলার পথে আরও বেশি করে উৎসাহ যোগান দেবে । "

#বাগনান: শিক্ষাক্ষেত্রে দীর্ঘ ৩২ বছরের অবদানের জন্য এই বছরে শিক্ষক দিবসের দিন শিক্ষারত্ন সম্মানে ভূষিত হলেন হাওড়ার বাগনান (bagnan) হাই স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর চন্দ্র আদক । রবিবার শিক্ষক দিবসের দিন ভার্চুয়াল শিক্ষক দিবস অনুষ্ঠানে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে পুলিশ কমিশনারের হাত থেকে শিক্ষারত্ন সন্মান গ্রহণ করলেন তিনি । প্রধান শিক্ষকের এই সম্মান অর্জনে খুশির হওয়া বাগনান হাই স্কুলের অন্যান্য শিক্ষক , শিক্ষাকর্মী ও ছাত্রদের মধ্যে ।
ভাস্করবাবুর আদিবাড়ি অবিভক্ত মেদিনীপুরের(midnapore)  খাঞ্জাদাপুরে । কিন্তু ২০০০ সাল থেকেই তিনি পাকাপাকিভাবে হাওড়ার বাসিন্দা । ১৯৮৯  সালে তিনি বাগনান হাইস্কুলে ইংরেজি বিষয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিযুক্ত হন । সেখানে দীর্ঘ ১৪ বছর শিক্ষকতা করার পর ২০০৩ সালে বাগনান দু'নম্বর ব্লকের হাল্যান হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন । সে সময় হল্যান হাই স্কুলে কেবলমাত্র কলা বিভাগেই পড়াশোনা হতো । ধীরে ধীরে তার হাত ধরেই বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ শুরু হয় । স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেন তিনি । অর্থাভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া থেকে আটকাতে ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্যও করেন তিনি । এলাকার অনগ্রসর পরিবারগুলির মেয়েদের শিক্ষার ব্যাপারে তাদের নানাভাবে উদ্বুদ্ধ করতে থাকেন ভাস্করবাবু । তার তত্ত্বাবধানে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার পরিকাঠামোয়ে অভূতপূর্ব উন্নতিও হয় ।
advertisement
হাল্যান হাইস্কুলে দীর্ঘ ১১ বছর প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলানোর পর ২০১৪সালে ফের বাগনান হাই স্কুলে তিনি ফিরে আসেন প্রধান শিক্ষকের কার্যভার দিয়ে । শিক্ষাবিস্তারে তার সুদূর পরিকল্পনায় বাগনান হাই স্কুল থেকে ২০১৭ সালে উচ্চ মাধ্যমিকে হাওড়ায় প্রথম , ২০১৮ সালে উচ্চমাধ্যমিকে হাওড়ায় দ্বিতীয় , ২০১৯সালে উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে তার বিদ্যালয়ের ছাত্ররা । পাশাপাশি তার তত্ত্বাবধানে বাগনান হাই স্কুল জেলা পরিষদের তরফ থেকে শিক্ষা সম্মান ২০১৯- ২০ শিক্ষাবর্ষ ও ২০২০ সালে বিকাশ ভবন এর তরফ থেকে সেরা বিদ্যালযয়ের তকমাও লাভ করে ।
advertisement
advertisement
শিক্ষক (teacher)  জীবনের প্রথম থেকেই ছাত্র-ছাত্রীদের নিজের সন্তান বলে মনে করেন তিনি । তাই শুধু পড়াশোনাতেই নয় , নিজের ছাত্র-ছাত্রীদের পাশে সর্বদাই ঢাল হয়ে দাঁড়ান তিনি । কোনো দুস্থ অথচ মেধাবী ছাত্র পয়সার অভাবে বিদ্যালয়ে ভর্তি হতে না পারলে বা বই কিনতে অপারদ হলে নিজের উদ্যোগে তা তাদের হাতে তুলে দেন তিনি । তার বিদ্যালয়েরই কিছুদিন আগেই পিতা - মাতা হারানো এক দুস্থ মেধাবী ছাত্রের ডাক্তারি পাস না হওয়া পর্যন্ত পড়াশোনার সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি ।
advertisement
প্রধান শিক্ষক হিসেবে সর্বদাই তিনি জোর দেন ডিসিপ্লিন , পাংচুয়ালিটি ও কোয়ালিটি অফ এডুকেশনে । শুধুমাত্র ছাত্র-ছাত্রীদেরই নয় , এই নিয়ম পালন করতে হয় তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও । শিক্ষক-শিক্ষিকাদের সময়মতো ক্লাস নেওয়া , সঠিক সময়ে বিদ্যালয়ে প্রবেশ করার মতো বিষয়গুলি কঠোরভাবে পালন করেন তিনি ।
স্বভাবতই শিক্ষারত্ন (sikhsharatna) সম্মান পেয়ে খুশি বাগনান হাই স্কুলের প্রধান শিক্ষক জানান , " দীর্ঘ ৩২ বছর, ছ - মাসের কর্মজীবনের পর এরকম একটা সরকারি সম্মান পেয়ে সত্যিই উচ্ছ্বসিত আমি । এই সম্মান ভবিষ্যতে প্রতিটা মুহূর্তে চলার পথে আরও বেশি করে উৎসাহ যোগান দেবে । "
advertisement
Santanu Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Bagnan: "ছাত্র ছাত্রীরাই সন্তান", বাগনানে শিক্ষারত্ন পেলেন ভাস্কর চন্দ্র আদক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement