Home /News /local-18 /
Cute Video : সবুজ রঙ, লাল ঠোঁটের দুটি টিয়া! জন্মদিনে এলাহি ভোজ, কেক থেকে লুচি, রইল ভিডিও

Cute Video : সবুজ রঙ, লাল ঠোঁটের দুটি টিয়া! জন্মদিনে এলাহি ভোজ, কেক থেকে লুচি, রইল ভিডিও

Birbhum [object Object]

বীরভূমের এই দুটি টিয়া কখনই খাঁচায় বন্দি থাকে না। তারা সবসময় ওই বন্দ্যোপাধ্যায পরিবারের সদস্যদের সঙ্গেই বাড়ির মধ্যে ছাদে অথবা বিভিন্ন জায়গায় মুক্তভাবে ঘুরে বেড়ায়৷

 • Share this:

  #বীরভূম : পশু পাখিদের প্রতি আকৃষ্ট থাকার কারণে অনেকেই তাদের বাড়িতে পুষে থাকেন। সেই রকমই বীরভূমের নলহাটি এক নম্বর ব্লকের অন্তর্গত কয়থা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে রয়েছে জোড়া টিয়া। এই জোড়া টিয়া দুটিরই নাম মিঠু। একজনের নাম বড় মিঠু আর অন্যজনের নাম ছোট মিঠু। প্রতিবছর জুলাই মাসে ধুমধাম করে এই দুজনের জন্মদিন পালন করা হয়। পশুপাখিদের জন্মদিন পালন করার ঘটনা বিভিন্ন জায়গায় হয়ে থাকলেও নলহাটির এই বন্দ্যোপাধ্যায় পরিবারের ক্ষেত্রে তা যেন কিছুটা হলেও আলাদা।

  বন্দ্যোপাধ্যায় পরিবারের এই দুটি টিয়া কখনই খাঁচায় বন্দি থাকে না। তারা সবসময় ওই বন্দ্যোপাধ্যায পরিবারের সদস্যদের সঙ্গেই বাড়ির মধ্যে ছাদে অথবা বিভিন্ন জায়গায় মুক্তভাবে ঘুরে বেড়ায়। খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও তাদের সেরকম কোনও বাছ বিচার নেই। ওই পরিবারের সদস্যরা যে সকল খাবার খেয়ে থাকেন সেই সব খাবার খেয়ে অভ্যস্ত হয়ে উঠেছে ছোট ও বড় মিঠু। তাই তারা এতই মজা করেছে যে টিয়ার জন্মদিনের মিষ্টি ভিডিও ভাইরাল ভিডিও হয়ে গেছে৷

  আরও পড়ুন - Weight Loss Tips: ওজন কমাতে পেঁয়াজ খান বিন্দাস ঢঙে, ঝপাঝপ ঝরবে মেদ

  পাশাপাশি এত ভালোবাসা পেয়ে তারা ওই বাড়ির সদস্যদের সঙ্গে এমন ভাবে মিশে গিয়েছে যে বাড়ি ছেড়ে উড়ে যাওয়ার মত কোন সম্ভাবনাও নেই বলেই দাবি করেন তাদের  পরিবারের সদস্যরা।

  ছোট মিঠু ও বড় মিঠুর জন্মদিনে এদিন আয়োজন করা হয়েছিল ভুরিভোজের। সকালেই জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এর পাশাপাশি ছিল লুচি, মিষ্টি, আলুর দম, ঘুগনি, মিষ্টি, পায়েস। দুপুরের মেনুতেও রাখা হয়েছিল ভাত, ডাল, আলু পোস্ত, মাছ, মিষ্টি ইত্যাদি।

  আরও পড়ুন - Weather Update Today: পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যে ভারী বৃষ্টির অ্যালার্ট, রইল কলকাতার ওয়েদার আপডেট

  ছোট মিঠু এবং বড় মিঠুর জন্মদিন উপলক্ষে এলাকার বেশ কয়েকজন খুদেদের ডেকে পাত পেড়ে খাওয়ানো হয়। ঠিক যেমনটা করা হয়ে থাকে বাড়ির খুদেদের জন্মদিনের ক্ষেত্রে। ব্যানার্জি পরিবারের গৃহবধূ তৃণা ব্যানার্জি জানিয়েছেন, "তাদের বাড়ি নিয়ে আসার পর দেখতে দেখতে দু-জনের বয়স চার বছর হয়ে গেল। প্রতিবছর আমরা এই দুজনের জন্মদিন উপলক্ষে এলাহি আয়োজন করে থাকি। সেইমতো এবছরও এই এলাহি আয়োজন করা হয়েছে।"

  ছোট মিঠু ও বড় মিঠুর জন্মদিনে নিমন্ত্রিত খুদেদের মধ্যে থেকে সৌরভ দত্ত জানিয়েছে, 'দুই মিঠুর জন্মদিনের জন্য আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল। সেই মতো আমরা এসেছিলাম। তাদের জন্মদিনে আমাদের পেটপুরে খাওয়ানো হল।’’

  Madhab Das

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Birbhum, Parrot, Viral Video

  পরবর্তী খবর