West Bengal| Theft: বাড়িতে না থাকলেও ঠেকানো যাবে চুরি! অভিনব দাওয়াই বীরভূম পুলিশের

Last Updated:

এবার সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে চুরি ঠেকাতে অভিনব দাওয়াই দিল বীরভূম পুলিশ(Birbhum Police)।

#বীরভূম : গৃহস্থের বাড়িতে রাতের অন্ধকারে চোরেদের হানা দেওয়ার ঘটনা নতুন কিছু নয় (Theft in house)। চোরেদের দল ওঁৎ পেতে বসে থাকে সুযোগ কাজে লাগানোর জন্য। বিশেষ করে যখন বাড়ির সদস্যরা বাড়ি ফাঁকা রেখে কোথাও যান, সেই সময় চোরেরা কাজে লাগিয়ে লুঠপাঠ চালায় ফাঁকা বাড়িতে (Empty home)। তবে এবার সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে চুরি ঠেকাতে অভিনব দাওয়াই দিল বীরভূম পুলিশ (Birbhum Police)।
বীরভূম পুলিশের তরফ থেকে সিউড়ি থানার (Suri Police station) ব্যবস্থাপনায় মঙ্গলবার সিউড়ির এক নম্বর ওয়ার্ডের বেণীমাধব স্কুল মাঠে 'আপনার থানা, আপনার পাড়ায়' কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে বীরভূম জেলা পুলিশের আধিকারিকরা ছাড়াও ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্তারা। আর এই কর্মসূচিতে অংশগ্রহণ করা শহরের বাসিন্দারা পুলিশের সামনে নানান অভাব-অভিযোগের কথা জানান (people complain about daily issues)।
advertisement
advertisement
সেই সকল অভাব-অভিযোগের মধ্যে উঠে আসে শহরে দিন দিন যুবকদের নেশার প্রতি আসক্তি বৃদ্ধির কথা (Drugs and young generation addiction)। এই প্রসঙ্গে উঠে আসে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে জানানো হয় তারা কী কী পদক্ষেপ গ্রহণ করছেন বা করেছেন। তখনই সদস্যের অনুপস্থিতিতে বাড়িতে চুরি ঠেকানোর কৌশলের কথা জানান ডিএসপি ডিএনটি অয়ন সাধু।
advertisement
নেশাসক্তি ঠেকাতে ডিএসপি ডিএনটি অয়ন সাধু জানান, "সিউড়ি থানার নেতৃত্বে একটি টিম তৈরি করা হচ্ছে। যে টিম খতিয়ে দেখবে এই নেশাজাতীয় দ্রব্য কারা বাইরে থেকে আনছে অথবা কারা আসক্ত হচ্ছে। এর পাশাপাশি স্কুল-কলেজ খুললে স্কুলপড়ুয়াদের এই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য যুক্ত করা হবে। তাছাড়াও বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হবে যাতে এই নেশা থেকে যুবসমাজকে দূরে রাখা যায়।"
advertisement
আর এই প্রসঙ্গে তিনি জানান, "শহরে ছোটখাটো একাধিক চুরির (Theft in Birbhum) ঘটনার অভিযোগ আমরা পেয়েছি এবং পাচ্ছি। বাড়িতে সদস্যদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে এই ঘটনা আরও বেশি হয়ে থাকে। তাই আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। পরিকল্পনা অনুযায়ী যেসকল গৃহস্থরা বাড়ি ফাঁকা রেখে এক দু'দিন হোক অথবা তিন চার দিনের জন্য বাইরে যাচ্ছেন, তারা যেমন পাশের বাড়ির আত্মীয়কে বলে যাবেন লক্ষ্য (Police guideline to curb theft) রাখার জন্য, ঠিক তেমনই থানাকে ফোন করে জানিয়ে দিন, যে আপনার বাড়ি এই জায়গায়, আপনি কিছুদিনের জন্য থাকছেন না। সঙ্গে প্রতিবেশীর ফোন নম্বর দিন।"
advertisement
বীরভূম জেলা পুলিশের তরফ থেকে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঠেকাতে এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতেই স্বাভাবিকভাবেই খুশি শহরের বাসিন্দারা। কারণ গৃহস্থের বাইরে যাওয়ার ক্ষেত্রে যদি থানাকে তা জানিয়ে দিয়ে যাওয়া হয় তাহলে বেশ কিছুটা নিশ্চয়তা বাড়ে তার বাড়ির সুরক্ষার বিষয়ে।
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/Local News/
West Bengal| Theft: বাড়িতে না থাকলেও ঠেকানো যাবে চুরি! অভিনব দাওয়াই বীরভূম পুলিশের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement