Bengal Job News : সিউড়ি পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ, হবে না লিখিত পরীক্ষা, বিস্তারিত জানুন

Last Updated:

বীরভূম (Bengal News, Birbhum)জেলা প্রশাসনের তরফে সিউড়ি পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সিউড়ি পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ
সিউড়ি পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ
বীরভূম : বীরভূম জেলা প্রশাসনের তরফে সিউড়ি পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে (health worker job)। বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন সহ সব শ্রেণীর মহিলারাই এই সকল শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে সিউড়ি পৌরসভার বাসিন্দা হতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে মোট পাঁচ জন মহিলা স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। ২০২১ সালের জানুয়ারি মাসের এক তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছর (age of applicants)। তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছর।
advertisement
advertisement
আবেদনকারীদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস অথবা (qualification) সমতুল্য সরকার স্বীকৃত কেন্দ্র থেকে পাশ। আবেদনকারীদেরা সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। এই সকল শূন্য পদে নিযুক্ত কর্মীদের মাসিক ৪৫০০ টাকা বেতন দেওয়া হবে। এই সকল কর্মীদের এক বছরের জন্য চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ করা হবে।
নিয়োগ করার ক্ষেত্রে আবেদনকারীদের কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হবে। আবেদন করার পর যোগ্য প্রার্থীদের ১:১০ অনুপাতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় নম্বরের ভিত্তিতে ৯০% এবং ইন্টারভিউয়ের উপর ১০% নম্বর দেওয়া হবে।
advertisement
শূন্য পদে আবেদন (job application) করার জন্য আবেদনকারীদের বীরভূম জেলা প্রশাসনের অফিশিয়াল ওয়েবসাইট http://birbhum.nic.in/ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেই আবেদন পত্র পূরণ করে সিউড়ি পৌরসভায় জমা করতে হবে। ডাক মারফত আবেদন পত্র প্রেরণ করা করা যাবে। আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ২৬ অক্টোবর ২০২১ বিকাল ৫ টা
advertisement
মাধব দাস
বাংলা খবর/ খবর/Local News/
Bengal Job News : সিউড়ি পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ, হবে না লিখিত পরীক্ষা, বিস্তারিত জানুন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement