Alipurduar News- আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন প্রসেনজিত্‍ কর

Last Updated:

আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান হিসেবে প্রসেনজিত্‍ কর এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মাম্পি অধিকারী সহ বাকি কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার

News 18 লোকাল
News 18 লোকাল
#আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন প্রসেনজিত্‍ কর। প্রসেনজিত্‍ ওরফে বাবলু কর জেলার অতি পরিচিত মুখ (Alipurduar News)। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হল। এদিন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান হিসেবে প্রসেনজিত্‍ কর এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মাম্পি অধিকারী সহ বাকি কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। পাশাপাশি ৩ নির্দল ও ১ জন কংগ্রেস কাউন্সিলরও শপথ নেন।এদিন দলীয় কার্যালয়ে ম্যারাথন বৈঠকের পর খাম খুলে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেন তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক।পরে পুরসভার হল ঘরে চেয়ারম্যান হিসেবে শপথ নেন প্রসেনজিত্‍ কর। তিনিই ভাইস চেয়ারম্যান হিসেবে মাম্পি আধিকারীকে মনোনয়ন করেন।
উল্লেখ্য, প্রসেনজিত্‍ ওরফে বাবলু কর জেলার অতি পরিচিত মুখ। জেলার ছাত্র ও যুব সংগঠনের জেলা সভাপতির দ্বায়িত্বও সামলেছেন তিনি (Alipurduar News)। এছাড়া বিগত পুরবোর্ডের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের পদও সাফল্যের সঙ্গে সামলেছেন। এবারের পুরভোটে আলিপুরদুয়ার শহরের ১ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে তিনি জয়ী হন। অপরদিকে, ১৭ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মাম্পি অধিকারী। দায়িত্ব নিয়েই প্রথমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানান প্রসেনজিত্‍ কর। এরপর তিনি বলেন, আলিপুরদুয়ারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা। অনেক কাজ বাকি রয়েছে, সেই কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং ২০ জন কাউন্সিলরকে নিয়েই উন্নয়নের কাজ করা হবে বলেই তিনি জানান।
advertisement
Dpendra Nath Lahiri
advertisement
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News- আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন প্রসেনজিত্‍ কর
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement