'এই সুন্দর মুহূর্ত...! যেন দেখতেই থাকি...! জাকির হুসেনের শেষ পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল! কার প্রেমে শেষবারের মতো 'বাহ্' বলেছিলেন ওস্তাদ?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Zakir Hussain Viral Post: মাত্র ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ জাকির হোসেন। মহান তালবাদকের প্রয়াণের খবর পাওয়ার পরই তাঁর শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটি সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কিন্তু কী লেখা ছিল সেই পোস্টে?
নয়াদিল্লি: ফের সঙ্গীত জগতে বজ্রপাত। চলে গেলেন তালের জাদুকর জাকির হোসেন। আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহান সঙ্গীতসাধক। মাত্র ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ জাকির হোসেন। মহান তালবাদকের প্রয়াণের খবর পাওয়ার পরই তাঁর শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটি সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কিন্তু কী লেখা ছিল সেই পোস্টে?
প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ আমেরিকাতেই বসবাস করছিলেন ওস্তাদ জাকির হোসেন। তাঁর শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটিও সেই আমেরিকার রাস্তায়। মাত্র ৬ সপ্তাহ আগে করা সেই পোস্টে আমেরিকার রাস্তায় ঘুরে বেড়ানোর সময় পাতায় পাতায় ‘ফল কালারের’ শোভা, আর তাতে মৃদুমন্দ বাতাসের ছোঁয়া উপভোগ করছিলেন তালবাদ্যের জাদুকর।
advertisement
advertisement
জাকির হোসেনের শেয়ার করা এই শেষ ভিডিওতে তাঁর প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ঘন এক মুহূর্ত যেমন ধরা পড়েছে তেমনই তাঁর চিরকিশোর এক মন ধরা দিয়েছে। সদ্য প্রেমের ছোঁয়া পাওয়া সেই কিশোর যেন প্রকৃতির প্রেমে মিলেমিশে গিয়েছিলেন সেই মুহূর্তে। তাঁর প্রতিটি শব্দে সেই বার্তায় দিয়েছে ওস্তাদজির শেয়ার করা ভিডিওটি।
advertisement
এই মুহূর্তে ভাইরাল এই ভিডিওতে এক নভেম্বরের বিকেলের অনন্য অনুভূতি যেন প্রকাশ করেছেন ওস্তাদজি। প্রকৃতির সঙ্গে মিলেমিশে যাওয়ার যে সুন্দর মন তা তাঁর ভিডিওতে যেন আরও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এমন একজন সুর-তাল-লয়ের মানুষের এমন এক প্রকৃতি প্রেমিকের এমন অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর অগুনিত গুণমুদ্ধ শ্রোতা।
advertisement
advertisement
জাকির হুসেন এই বছর গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন:
গত ৬ দশক ধরে তবলা বাজিয়ে আপামর বিশ্বের মন জয় করেছে জাকির। তিনি ছিলেন এককথায় ভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় তালবাদক। খোদ পণ্ডিত রবিশঙ্কর জাকির হুসেনকে ওস্তাদ উপাধি দিয়েছিলেন। জাকির হোসেনের ব্যান্ড এই বছর অর্থাৎ ২০২৪ সালেও গ্র্যামি অ্যাওয়ার্ড পায়। ১৯৮৮ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন জাকির হুসেন। তিনি ভারতে এই সম্মান প্রাপ্ত সর্বকনিষ্ঠ ব্যক্তি।
advertisement
এমন এক ম্যাজিশিয়ানের এমন অকালে ঝরে পড়া যেন মেনে নিতে পারছেন না গোটা ভারতবাসী। জাকির হুসেন রেখে গিয়েছে, তাঁর স্ত্রী আন্তোনিয়া মিনেকোলা এবং দুই কন্যা – আনিসা এবং ইসাবেলা কুরেশিকে। তবলা বাদকের স্ত্রী এবং কন্যাদের ঝলক তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে প্রায় সময়ই দেখা গিয়েছে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2024 9:54 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
'এই সুন্দর মুহূর্ত...! যেন দেখতেই থাকি...! জাকির হুসেনের শেষ পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল! কার প্রেমে শেষবারের মতো 'বাহ্' বলেছিলেন ওস্তাদ?

