Five Star Hotel: ৫৮ লক্ষ টাকা বিলের কানাকড়িও না দিয়ে দিল্লির পাঁচতারা হোটেলে ২ বছর কাটালেন যুবক

Last Updated:

Five Star Hotel:মোট বিলের ৫৮ লক্ষ টাকার কিছুই তাঁর কাছ থেকে হোটেল কর্তৃপক্ষ পায়নি

নয়াদিল্লি : দিল্লির এক অভিজাত হোটেলে টানা দু’ বছর কাটিয়ে এক কানাকড়িও দেননি৷ এই অভিযোগ উঠল জনৈক অঙ্কুশ দত্তার বিরুদ্ধে৷ অভিযোগ, দিল্লির এরোসিটিতে রোজিট হাউস হোটেলে দু’ বছর ছিলেন তিনি৷ মোট বিলের ৫৮ লক্ষ টাকার কিছুই তাঁর কাছ থেকে হোটেল কর্তৃপক্ষ পায়নি৷ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে থাকা ওই হোটেল এই মর্মে অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে৷ তাঁদের বয়ান অনুযায়ী অঙ্কুশ ৬০৩ দিন ওই হোটেলে থাকা সত্ত্বেও এক টাকাও দেননি৷ এই ঘটনায় অভিযুক্ত হোটেলের এক ফ্রন্টডেস্ক কর্মীও৷
প্রেম প্রকাশ নামে ওই কর্মী হোটেলের কম্পিউটার সিস্টেম থেকে কোন অতিথির কত টাকা বকেয়া, সেই তথ্য তত্ত্বাবধান করেন৷ হোটেল কর্তৃপক্ষের ধারণা, প্রেম প্রকাশের কারসাজিতেই ৬০৩ দিন পাঁচতারা হোটেলে বিনাখরচে থাকতে পেরেছিলেন অঙ্কুশ৷ হয়তো তিনি বিনিময়ে কিছু টাকা দিয়েছিলেন প্রেম প্রকাশকে৷ কিন্তু অঙ্কুশের কাছ থেকে যে ৫৮ লক্ষ টাকা হোটেল পাবে, সেই তথ্য গোপন করেছিলেন স্বয়ং প্রেম প্রকাশ৷
advertisement
advertisement
বিলাসবহুল এই হোটেলের দাবি ২০১৯ সালের ৩০ মে এই হোটেলের একটি ঘরে চেক ইন অঙ্কুশ৷ তাঁর চেক আউট করার কথা ছিল ৩১ মে৷ কিন্তু অভিযোগ, পরিবর্তে তিনি ওই হোটেলে ছিলেন ২০২১-এর ২২ জানুয়ারি পর্যন্ত৷ হোটেল কর্তৃপক্ষের দাবি, প্রেম প্রকাশের সাহায্য ছাড়া এটা কোনওমতেই সম্ভব হত না৷ অভিযোগ, প্রেম এই বকেয়া বিলের কথা বেমালুম চেপে যান৷ অথচ নিয়ম হল, কোনও অতিথির বিল ৭২ ঘণ্টার বেশি বকেয়া থাকলেই তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে৷ অভিযোগ, সে সব না করে প্রেম চেষ্টা করেছেন যাতে অঙ্কুশের বকেয়া বিল অন্য অতিথিদের খাতে দেখানো যায়৷
advertisement
অভিযোগ, অঙ্কুশ ১০ লক্ষ, ৭ লক্ষ এবং ২০ লক্ষ টাকার তিনটি চেক হোটেলে জমা দিয়েছিলেন৷ কিন্তু তিনটি চেকই বাউন্স করে৷ কিন্তু সে তথ্যও প্রেম সম্পূর্ণ গোপন করে গিয়েছেন বলে অভিযোগ৷ দুই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ৷ পুলিশ এ ঘটনার তদন্ত করবে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Five Star Hotel: ৫৮ লক্ষ টাকা বিলের কানাকড়িও না দিয়ে দিল্লির পাঁচতারা হোটেলে ২ বছর কাটালেন যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement