World Happiness Report 2023: বিশ্বের সব থেকে সুখী দেশ কোনটি জানেন? ভারতের স্থানই বা কোথায়? সমীক্ষায় আশ্চর্য তথ্য

Last Updated:

প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, তিন নম্বরে আইসল্যান্ড, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইসরায়েল ও নেদারল্যান্ড রয়েছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশটি দেশের মধ্যে নিউজিল্যান্ড একমাত্র অ-ইউরোপীয় দেশ যা তালিকায় জায়গা করে নিয়েছে।

সব থেকে সুখী দেশ কোনটি?
সব থেকে সুখী দেশ কোনটি?
ইউনাইটেড নেশন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বিশ্বের সবথেকে সুখী দেশের স্থান পেয়েছে ফিনল্যান্ড। প্রতি বছর আন্তর্জাতিক সুখ দিবসে প্রকাশিত এই প্রতিবেদন  তিন বছরের জীবনধারার তথ্যের ভিত্তিতে দেশগুলিকে সুখের তালিকায় স্থান দেয়৷
প্রতিবেদনটির লক্ষ্য বিশ্বজুড়ে মানুষের সুখের পরিমাপ করা৷  বিভিন্ন দেশে পরিচালিত সমীক্ষা থেকে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনটি লেখা হয়েছে৷ তবে গত তিন বছরে গোটা বিশ্বের পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই৷ বদলে গিয়েছে জীবনধারা, অর্থনৈতিক সমৃদ্ধির ছবি৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কোভিড-১৯ মহামারি মানুষের জীবন ও সুখের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এই মহামারি উদ্বেগ বিষণ্মতা যেমন বাড়িয়েছে, তেমনই প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে কীভাবে প্রত্যেকটি দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে৷
advertisement
advertisement
কিন্তু ১৩৬টি দেশের মধ্যে ভারত ১২৫-তম স্থানে রয়েছে৷ অর্থাৎ এটি বিশ্বের সবচেয়ে কম সুখী দেশগুলির মধ্যে একটি। নেপাল ৭৮তম, চীন ৬৪তম, বাংলাদেশ ১১৮তম, পাকিস্তান ১০৮তম এবং শ্রীলঙ্কা ১১২তম স্থানে রয়েছে৷ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের একেবারে নীচে আফগানিস্তান ১৩৭ তম অবস্থানে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, তিন নম্বরে আইসল্যান্ড, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইসরায়েল ও নেদারল্যান্ড রয়েছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশটি দেশের মধ্যে নিউজিল্যান্ড একমাত্র অ-ইউরোপীয় দেশ যা তালিকায় জায়গা করে নিয়েছে।
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Happiness Report 2023: বিশ্বের সব থেকে সুখী দেশ কোনটি জানেন? ভারতের স্থানই বা কোথায়? সমীক্ষায় আশ্চর্য তথ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement