Child Prodigy: শরীরের অঙ্গের নাম মুখস্থ থেকে জ্যামিতিক আকার চেনা! ২ বছরেরও ছোট বিস্ময় শিশুর স্মৃতিশক্তিতে তাজ্জব সকলে
- Reported by:Annanya Dey
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Child Prodigy:এইভাবেই একের পর এক সপ্তাহের দিন,পাখি এবং ইংরেজি বর্ণমালা গড় গড় করে বলে দিতে পারে এই বিস্ময় বালিকা। মাত্র ২২ মাস বয়সে অসাধারণ স্মরণশক্তি রয়েছে সানভির। তাঁকে দেখে অবাক হন এলাকাবাসীরা।
অনন্যা দে, আলিপুরদুয়ার: একের পর এক সপ্তাহের দিন, পাখি এবং ইংরেজি বর্ণমালা গড় গড় করে বলে দিতে পারে এই বিস্ময় বালিকা। মাত্র ২২ মাস বয়সে অসাধারণ স্মরণশক্তি রয়েছে সানভির। তাকে দেখে অবাক হন এলাকাবাসীরা।
খুদে বয়সেই নিজস্ব প্রতিভার স্বাক্ষর রাখছে কামাখ্যাগুড়ির সানভি দাস। মাত্র ২২ মাস বয়সেই তার অসাধারণ স্মরণশক্তি ও শেখার ক্ষমতার জন্য হয়েছে তার নামডাক। সানভি ১ বছর ১০ মাস বয়সে ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষর শব্দ-সহ চিনে নিতে পারে। সে শরীরের ১৪ টি অঙ্গ, ৮ টি প্রাণী, ৫টি আকৃতি, ৮ টি ফল, ৬ টি পাখি ও ১৭ টি বিবিধ জিনিস চিহ্নিত করতে সক্ষম। এছাড়া, সে ৮টি জ্যামিতিক আকার সাজিয়ে গুছিয়ে স্ট্যাক করতেও পারে, যা একটি ব্যতিক্রমী দক্ষতার পরিচয় বটেই।
advertisement
আরও পড়ুন : শৈশবে পিতৃহীন, মা গৃহশিক্ষিকা, প্রতিবন্ধকতা পেরিয়ে WBCS-এ প্রথম স্থান অভাবী পরিবারের প্রিয়তোষের
সানভির পিতা বলাই দাস, একজন কলেজের লেকচারার। তিনি বলেন,”আমি একজন গর্বিত পিতা। মেয়ের ছোটবেলা থেকেই শেখার প্রবল আগ্রহ ছিল। ওর কৌতূহল দেখে আমি বই এনে দিই, তবে আমার ব্যস্ততার জন্য তেমন সময় দিতে পারি না। তবে ও শিখে নেয় খুব কম সময়ে।” সানভির এই সাফল্য শুধু তার পরিবার নয়, গোটা কামাখ্যাগুড়ির জন্যই এক গর্বের বিষয়। এই অল্প বয়সে এমন অসাধারণ প্রতিভা তার সকলকে চমকে দেয়।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 10, 2025 9:19 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Child Prodigy: শরীরের অঙ্গের নাম মুখস্থ থেকে জ্যামিতিক আকার চেনা! ২ বছরেরও ছোট বিস্ময় শিশুর স্মৃতিশক্তিতে তাজ্জব সকলে










