Winter Vegetables: এই সবজির রস পান করুন গোটা শীত, কাছে ঘেঁষতেই ভয় পাবে ক্যানসার থেকে হৃদরোগ

Last Updated:

Winter Vegetables: মরশুমি এই সবজির দারুন উপরকারিতার কথা আমরা অনেকেই জানি না।

এই সবজির রস পান করুন গোটা শীত
এই সবজির রস পান করুন গোটা শীত
কলকাতা: শীত পড়তে না পড়তেই বাজার প্রায় কমলা হয়ে গিয়েছে। আসলে বাজারে এসেছে গাজর। রঙিন এই সব্জি শীতের সময় দারুন উপাদেয়। সব্জি হিসেবে যেমন, তেমই দারুন লোভনীয় গাজরের হালুয়া।
কিন্তু মরশুমি এই সবজির দারুন উপরকারিতার কথা আমরা অনেকেই জানি না। গাজরের রস পান করাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গাজরের রসে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, কে, সি, বি৬, ই, ফাইবার, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার ইত্যাদি। তার ফলে এটি চোখ ও হৃদযন্ত্রকে সুস্থ রাখতে খুব ভাল কাজ করে।
বিটা-ক্যারোটিন এবং ভিটামিন এ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত। এগুলি কোষের ক্ষতি এবং অন্য অনেক রোগের ঝুঁকি কমায়। জেনে নেওয়া যাক, প্রতিদিনের খাদ্যতালিকায় গাজরের রস থাকলে কী কী উপকার হতে পারে—
advertisement
advertisement
চোখের স্বাস্থ্য—
গাজর চোখের জন্য খুবই উপকারী। এতে রয়েছে, ক্যারোটিনয়েড যেমন লুটেইন, জিক্সানথিন যা লেন্স এবং রেটিনাকে রক্ষা করে। এছাড়াও, এগুলি চোখে নীল আলো শোষণ করতে বাধা দেয়। বিটা-ক্যারোটিন সামগ্রিক চোখের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। এছাড়াও অতিবেগুনি রশ্মি থেকে চোখকে রক্ষা করে।
advertisement
হৃদরোগ থেকে রক্ষা—
গাজর খাওয়া বা গাজরের রস পান করা হৃদরোগ থেকে রক্ষা করার অন্যতম উপায়। গাজরে রয়েছে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ফলে হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় থাকে।
রোগ প্রতিরোধ ক্ষমতা—
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে গাজরের রস খুব উপকারী। খাদ্যতালিকায় গাজরের রস নিয়মিত রাখা হলে প্রচুর পরিনাণে ভিটামিন সি পাবে শরীর। যার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অনেকখানি।
advertisement
গর্ভাবস্থায় স্বাস্থ্যকর—
গর্ভবতী মহিলাদে জন্য গাজরের রস খুবই উপকারী। গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রতিরোধ করে। এছাড়া এই রস ডায়াবেটিস থেকেও রক্ষা করতে পারে। ফাইবার থাকার কারণে ওজন অতিরিক্ত বাড়ে না।
ক্যানসার থেকে রক্ষা—
advertisement
গাজরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা অনেক ধরনের ক্যানসারের ঝুঁকি কমায়। নিয়মিত গাজর খেলে পাকস্থলীর ক্যানসার প্রতিরোধ করা যায়। শুধু তাই নয়, এতে উপস্থিত ক্যারোটিনয়েড স্তন ক্যানসার থেকে রক্ষা করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Vegetables: এই সবজির রস পান করুন গোটা শীত, কাছে ঘেঁষতেই ভয় পাবে ক্যানসার থেকে হৃদরোগ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement