Winter Hair Care: শীতে চুল নিয়ে সমস্যা, খুশকিতে নাজেহাল! স্ক্যাল্প সিরামই সুস্থতার চাবিকাঠি, জানুন

Last Updated:

Winter Hair Care: স্ক্যাল্পে জমে থাকবে এই চিন্তা ছেড়ে অনায়াসেই চুলের যত্নের জন্য একটি স্ক্যাল্প সিরাম ব্যবহার করা যেতে পারে। তাতে স্বাস্থ্যকর একঢাল চুল পাওয়ার সম্ভাবনাই বেশি।

চুলে খুশকি
চুলে খুশকি
চুল নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়াই ভার। আবার যদি কারও একঢাল সুন্দর, সুস্থ চুল থেকেও থাকে, তা রক্ষা করাও এক বিস্তর ঝামেলার কাজ। বিশেষত এই শীতের মরশুমে চুলের স্বাস্থ্য বজায় রাখা দুষ্কর।
এই সময় নিজের চুলের জন্য সঠিক পণ্য নির্বাচন করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ইদানীং স্ক্যাল্প সিরাম বেশ জনপ্রিয়তা পেয়েছে। আসলে এই বিশেষ ধরনের পণ্য চুলের সমস্যাগুলি ভিতর থেকে কার্যকর ভাবে সমাধান করতে পারে অনেকাংশেই৷ স্ক্যাল্পে জমে থাকবে এই চিন্তা ছেড়ে অনায়াসেই চুলের যত্নের জন্য একটি স্ক্যাল্প সিরাম ব্যবহার করা যেতে পারে। তাতে স্বাস্থ্যকর একঢাল চুল পাওয়ার সম্ভাবনাই বেশি। দেখে নেওয়া যাক খুঁটিনাটি—
advertisement

বোতল ভরা সমাধান

advertisement
ত্বক হোক বা চুল— যে কোনও সিরাম আসলে হল প্রয়োজনীয় কিছু রাসায়নিকের ঘনীভূত ফর্মুলেশন। নিজস্ব বৈশিষ্ট্যে ভরপুর এই পণ্য। সাধারণত, এই সিরাম শুষ্কতা, তৈলাক্ততা, খুশকি বা নির্জীব চুলের উপকার করে থাকে। মাথার ত্বকের বিশেষ সমস্যাগুলির সমাধান করার জন্য এর উদ্ভাবন। বৈজ্ঞানিক নানা পরীক্ষা-নিরীক্ষার পর, এক দীর্ঘ আর অ্যান্ড ডি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তবেই চুলের স্বাস্থ্যের পক্ষে প্রয়োজনীয় ওষধিটি তৈরি হতে পারে।
advertisement

একেবারে গোড়া থেকে কাজ

এই ধরনের সিরাম স্ক্যাল্পে প্রয়োগ করতে হয়, ফলে একেবারে চুলের গোড়া থেকে যত্নের উপায় পাওয়া যায়। গোড়া থেকে ডগা পর্যন্ত কাজ করতে পারে। চুলের গোড়াকে পুষ্ট করার এই ধরনের সিরাম খুবই উপকারী। তাতে চুলের চেহারাও প্রভাবিত হয়।
advertisement

একটি পণ্যেই চমক

শুষ্ক বা পাতলা চুলের মতো সমস্যার মূল কারণ হতে পারে স্ক্যাল্পের সমস্যা। এই সব সমস্যার সমাধান করতে অনেকেই হাতে তুলে নেন ক্রিম বা জেল। কিন্তু বাইরে থেকে চুলের উপর এই সব পণ্য বার বার ব্যবহার করার ফলে চুলের আরও বেশি ক্ষতি হতে পারে। বিশেষত, এই সব পণ্য ব্যবহারের ফলে অনেক সময়ই শুষ্কতা বৃদ্ধির অভিযোগ পাওয়া যায়। স্ক্যাল্প সিরামের সাহায্যে চুলের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। যার ফলে অতিরিক্ত প্রসাধনীর প্রয়োজন ছাড়াই প্রাকৃতিক চমক আসে প্রতিটি চুলে।
advertisement

ধোয়ার পর সিরাম

সাধারণত চুল ধোয়ার পরেই স্ক্যাল্প সিরাম প্রয়োগ করার কথা বলা হয়। এতে চুলের প্রয়োজনীয় পুষ্টি যেমন জোগানো যায়, তেমনই যাঁরা ব্লো ড্রাই বা হিট ব্যবহার করতে চান তাঁদেরও খানিকটা নিরাপত্তা দেওয়া যায়। চুল রঙ করা বা অন্য পণ্য ব্যবহার করার জন্যও এই ধরনের সিরাম নিরাপদ।
advertisement
খুশকি নাশ
মাথার ত্বকের সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে একটি হল খুশকি। শীতকালে শুষ্ক বাতাসের সংস্পর্শে এসে এই সমস্যা ক্রমশ বাড়তে পারে। আসলে মাথার ত্বক শুকিয়ে মৃত কোষের একটি স্তর তৈরি করে। যা ঝরে পড়ে অস্বস্তি বাড়ায়। মাথার ত্বকে অত্যধিক তেল উৎপাদনও বিরক্তিকর হতে পারে। এ হেন খুশকি দূর করতে স্ক্যাল্প সিরাম খুবই কার্যকরী।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Hair Care: শীতে চুল নিয়ে সমস্যা, খুশকিতে নাজেহাল! স্ক্যাল্প সিরামই সুস্থতার চাবিকাঠি, জানুন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement