Winter Gardening Tips: জলে মিশিয়ে দিন 'এই' জিনিসটা...! ফেব্রুয়ারি পর্যন্ত ফুলে ফুলে ফোয়ারা ছুটবে পিটুনিয়ার! শীত বাগান 'সর্টেড'
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Winter Gardening Tips: ফুলের শখ থাকলেই তো আর হল না, গাছের যত্নও নেওয়া চাই। নয়তো বেশি দিন টিকবে না গাছ। কৃষি বিশেষজ্ঞ তথা গাছপ্রেমী তারা প্রসাদ জানান জবরদস্ত টিপস।
উত্তর দিনাজপুর: এই শীতে বাড়িতে লাগিয়েছেন শখের পিটুনিয়া? কীভাবে যত্ন নিবেন এই পিটুনিয়া গাছের? শীতে অনেকেই বিভিন্ন ধরনের ফুলগাছ লাগান বাড়িতে। বড় বাগান করার জায়গা না থাকলেও ছোট ছোট টবে নানাবাহারি ফুলগাছের চারা লাগান। বাঙালির পছন্দের ফুলগাছের তালিকায় উপরের দিকেই থাকে পিটুনিয়া।
কিন্তু ফুলের শখ থাকলেই তো আর হল না, গাছের যত্নও নেওয়া চাই। নয়তো বেশি দিন টিকবে না গাছ। কৃষি বিশেষজ্ঞ তথা গাছপ্রেমী তারা প্রসাদ জানান পিটুনিয়ার জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। তাই সাধারণ ছোট টবের বদলে বড় টব গুলিতে পিটুনিয়ার চারা লাগানো উচিত।
advertisement
advertisement
ছাদে প্লাস্টিক পেতে ভাল করে মাটি শুকিয়ে নিন। তারপর মাটির সঙ্গে গোবর সার কিংবা নিমখোল মিশিয়ে নিন। ঝুরঝুরে মাটি টবে দিয়ে তাতে চারা পুঁততে হবে।গাছ বসানোর পর দিন দশেক ছায়ায় রাখুন চারাগুলিকে। জল দিয়ে দেখুন গাছ কতটা জল টানছে। এক দিন জল দেওয়ার পর মাটি ভিজে থাকলে পরদিন আর জল দেবেন না। তবে ছায়া মানে কিন্তু অন্ধকার নয়, সরাসরি রোদ যেন না লাগে। দিন দশেক পর গাছ বাইরে বার করুন।
advertisement
পিটুনিয়ায় খোলের পাতলা জল দিলে গাছ খুব ভাল বাড়ে। সাত-দশ দিনের পচানো খোলের জল অল্প অল্প করে গাছের গোড়ায় দিন। তবে খোলের পরিমাণ যেন বেশি না হয়। নিয়মিত সকাল-সন্ধ্যা মাটি বুঝে জল দিলে ফেব্রুয়ারি পর্যন্ত টিকে যাবে গাছ। সাধারণত শীতের সিজন ফুলের মেয়াদ ৩-৪ মাস। কিন্তু এই পিটুনিয়া ফুল এক্ষেত্রে আলাদা। সিজন ফুলের তালিকায় নাম থাকলেও, শীত থেকে শুরু করে একটানা ৬-৮ মাস ফুল দিতে পারে এই গাছ। গাছ সঠিক পরিচর্যা করলে শীতকাল শেষেও ফুল পাওয়া যেতে পারে এই গাছে।
advertisement
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2024 10:25 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Gardening Tips: জলে মিশিয়ে দিন 'এই' জিনিসটা...! ফেব্রুয়ারি পর্যন্ত ফুলে ফুলে ফোয়ারা ছুটবে পিটুনিয়ার! শীত বাগান 'সর্টেড'

 
              