Protein: সবচেয়ে বেশি 'প্রোটিন' কোন 'সবজিতে' থাকে বলুন তো...? উত্তর চমকে দেবে, সিওর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Protein: সুস্থ থাকতে প্রয়োজন উপযুক্ত খাদ্যাভ্যাস। আর সেই সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে নানাবিধ প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিনের যোগান দিয়ে আরও সুস্থ ও শক্তিশালী করে তুলতে প্রয়োজন সঠিক খাবার নির্বাচন। আজ এই প্রতিবেদনে শেয়ার করা হল এই সংক্রান্ত কিছু সাধারণ জ্ঞানমূলক তথ্য যা আপনার ডায়েট নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে।
advertisement
advertisement
advertisement
সুস্থ থাকতে প্রয়োজন উপযুক্ত খাদ্যাভ্যাস। আর সেই সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে নানাবিধ প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিনের যোগান দিয়ে আরও সুস্থ ও শক্তিশালী করে তুলতে প্রয়োজন সঠিক খাবার নির্বাচন। আজ এই প্রতিবেদনে শেয়ার করা হল এই সংক্রান্ত কিছু সাধারণ জ্ঞানমূলক তথ্য যা আপনার ডায়েট নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে।
advertisement
সুস্থতার অন্যতম শর্ত হল জল। কিন্তু সারাদিন জল খেলেও আমাদের মাঝে মাঝে তৃষ্ণা পায় কেন জানেন ?বিশেষজ্ঞরা বলেন, যখন আমাদের শরীর থেকে ১ শতাংশ জল কমে যায় তখনই আমাদের তৃষ্ণা পায়। তাই যতই জল খান না কেন, পিপাসা পেতেই পারে। অবশ্য বিশেষজ্ঞরা বলেন, জল পান করলে ওজন যেমন কমে, তেমনই জল আমাদের আরও অনেক রোগ থেকে দূরে রাখে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
BCBST.com-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, সর্বাধিক প্রোটিন পাওয়া যায় সবুজ মটরশুঁটিতে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক কাপ মটরশুঁটিতে প্রায় ৮ গ্রাম প্রোটিন থাকে। এই কারণেই মটরশুঁটিকে প্রোটিনের রাজা সবজি বলা হয়ে থাকে। আপনি চাইলে তাই প্রোটিনের বিকল্প হিসেবে যে কোনও কিছুতে কয়েক মুঠো মটরশুঁটি যোগ করতেই পারেন।
advertisement
advertisement
advertisement
গাজরের হালুয়া হোক বা স্যালাড গাজর। শীতকালে পাতে কেন রাখা মাস্ট জানেন এই সবজি?জানলে অবাক হবেন যে প্রতিদিন এক গ্লাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি করে। শরীরে ক্ষতিকর জীবাণু, ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে গাজর। গাজরের জুসে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি থাকে যা হাড় গঠন, নার্ভাস সিস্টেমকে শক্ত করা ও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। গাজর খেলে দৃষ্টিশক্তিও ভাল হয়।
advertisement
সবজি বেশিভাগ সময় আমরা ফ্রিজে রাখি। কিন্তু জানেন কী টম্যাটো ফ্রিজে রাখা কি আদৌ ঠিক?এই তথ্যটি অনেকেই জানেন না যে ঠান্ডা টম্যাটো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। টম্যাটো খাওয়ার সময় তা স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে, টম্যাটো সবসময় ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত। ফ্রিজে রাখলে টম্যাটোর স্বাদ, টেক্সচার এবং গন্ধ প্রভাবিত হয়, তাই টমেটোকে সূর্যের আলো থেকে দূরে ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখুন।