Winter Gardening Tips: লঙ্কা চাষেই লালে লাল! মাটিতে মেশান ছোট্ট 'জিনিস'! বাড়ির বাগানে দেদার ফলবে তেজা লঙ্কা! জানুন সঠিক পদ্ধতি

Last Updated:

Winter Gardening Tips:লঙ্কা ফলানোর ম্যাজিক টিপস এবার জেনে নিন এই প্রতিবেদনে। শুধু রান্নায় মাত দেওয়াই নয়, তেজি লঙ্কার দুর্ধর্ষ ফলন এবার ভরবে আপনার পকেটও! জানুন ব্যবসার নতুন পথ।

+
লঙ্কা

লঙ্কা ফলানোর ম্যাজিক টিপস

উত্তর দিনাজপুর: দিন দিন বাড়ছে সবজির দাম। বাজারে গেলেই পকেট ফাঁকা। কিন্তু কেমন হয় যদি আপনার কিচেন গার্ডেনেই হয় দুর্দান্ত ফলন? লঙ্কা ছাড়া কোনও রান্না জমে না। আর এই লঙ্কা ফলানোর ম্যাজিক টিপস এবার জেনে নিন এই প্রতিবেদনে। শুধু রান্নায় মাত দেওয়াই নয়, তেজি লঙ্কার দুর্ধর্ষ ফলন এবার ভরবে আপনার পকেটও! জানুন ব্যবসার নতুন পথ।
জানেন কী বনের মাটি আর গুড় দিয়ে সার দিলেই বাড়ির বাগানে প্রচুর ফলন হবে তেজা লঙ্কার! শীতকালে তেজা লঙ্কার চাষ করেই মোটা টাকা উপার্জন করুন। ঝালও বেশি লাভও বেশি । শীত পরতেই চাহিদা বেড়ে যায় তেজা লঙ্কার। শুধু জমিতেই নয় বাড়ির টবেও এই লঙ্কা চাষ হয়ে থাকে।
advertisement
advertisement
শীতকালে এই তেজা লঙ্কার চাষ করেই ভাল লাভের মুখ দেখছেন উত্তর দিনাজপুরের যোগীপুকুর গ্রামের কৃষক নস্কর দেবশর্মা। মাটি, বেসন ও গুড় দিয়েই হয় এই তেজা লঙ্কা চাষ।এই লঙ্কা অন্যান্য লঙ্কার থেকে একটু ঝাল বেশি তাই এর দামও বেশি। আর এই লঙ্কা চাষ করেই ভাল আয়ের পথ দেখছেন কৃষক নস্কর দেবশর্মা।
advertisement
নস্কর দেবশর্মা জানান গত তিন বছর ধরে তিনি এই লঙ্কা চাষ শুরু করেছেন তার এক কাঠা জমিতে। গত দু’বছর ভাল আয়ের পথ দেখেছেন এই তেজা লঙ্কা চাষ করে। এই তেজা লঙ্কা চাষের জন্য এক বিঘা জমিতে ৫ থেকে ৬ হাজার চারা রোপণ করা হয়, তার থেকে কয়েক কুইন্টাল ফলন পাওয়া যায়। এই লঙ্কার ফলন ভাল হয় প্রায় সারা বছর এর ফলন পাওয়া যায়।
advertisement
১২০ থেকে ১৫০ টাকা দামে এই লঙ্কা বাজারে বিক্রি হয়। দো-আঁশ মাটি এই লঙ্কা চাষের জন্য আদর্শ। গোবর সার, ইউরিয়া সার ও জৈব সার, এই লঙ্কার চাষের জন্য প্রয়োজন।লঙ্কার বীজ ৬ ঘন্টামতভিজিয়ে নিয়ে ভাল করে শুকিয়েও টবের মাটিতে পোঁতা যেতে পারে। অঙ্কুরোদ্গম এর ফলে ভাল হবে গাছে যাতে জল না জমে তার জন্য টবের নিচে ছোট ছিদ্র করে দেওয়া উচিত। যেই স্থানে আলো বাতাস পর্যাপ্তথাকে সেখানে লঙ্কার গাছ করা উচিত। এই কিছু কিছু পদ্ধতি মেনে লঙ্কা চাষ করলে লঙ্কার ফলন ভাল হয়।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Gardening Tips: লঙ্কা চাষেই লালে লাল! মাটিতে মেশান ছোট্ট 'জিনিস'! বাড়ির বাগানে দেদার ফলবে তেজা লঙ্কা! জানুন সঠিক পদ্ধতি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement