New Picnic Spot near Kolkata: শীতে বেড়ানোর নতুন ঠিকানা! পিকনিক স্পট থেকেই হবে ওপার বাংলা দর্শনও, বাচ্চা-বয়স্ক সকলেই আনন্দ পাবেন

Last Updated:

ইছামতি নদীর ওপারে বাংলাদেশের দৃশ্যপট খুব কাছ থেকে দেখতে পাবেন। একইভাবে পিকনিক স্পটে গড়ে উঠেছে বাচ্চাদের খেলনা দোলনা থেকে শুরু করে একাধিক অবয়ব, চাইলে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে।

+
পিকনিক

পিকনিক স্পট 

উত্তর ২৪ পরগনা: টাকিতে শীতে পিকনিকের নতুন সন্ধান। ভারত বাংলাদেশ সীমান্তের ছোট শহর শীতের সময় পিকনিকের গন্তব্য অনেকের থাকে। টাকিতে গড়ে উঠেছে পিকনিক স্পটের নতুন সন্ধান। ইছামতি নদীর তীরে টাকি বিপিন বিহারী স্কুলের পাশেই গড়ে উঠেছে এই পিকনিক স্পট।
ইছামতি নদীর ওপারে বাংলাদেশের দৃশ্যপট খুব কাছ থেকে দেখতে পাবেন। একইভাবে পিকনিক স্পটে গড়ে উঠেছে বাচ্চাদের খেলনা-দোলনা থেকে শুরু করে একাধিক অবয়ব, চাইলে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে ঠিক একইভাবে গড়ে উঠেছে বাঁশ বাগানের একটি ছোট্ট বাগানও যা আপনাকে আলাদা অনুভূতি জানান দেবে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
এক কথায় শীত মানে বন্ধুবান্ধব, পরিবার, অফিসে, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ঘুরতে যেতে ভালবাসে বাঙালি। অতিত থেকেই এই অলিখিত রেওয়াজ চলছে আজও। নতুন নতুন পিকনিক স্পট, পাড়ার খেলার মাঠ এমনকি বাড়ির ছাদেও পিকনিক করে থাকে ভালোবাসে বাঙালি। শীতের সময় পিকনিকের পাশাপাশি ঘুরতে যাওয়ার জন্য মন ব্যকুল হয়ে পড়ে। কিন্তু তার জন্য দরকার পড়ে সুন্দর স্পট।
advertisement
তবে সেই স্পটটি টাকি শহরেই মনোরম গ্রাম্য পরিবেশ, ইছামতির তীরে একদিকে ওপার বাংলার দৃশ্যপট অপরদিকে মনোরম নিরিবিলি পরিবেশ। কাজের ব্যস্ততা শেষে কিংবা অফিসের ছুটি কাটিয়ে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি রেল স্টেশন থেকে ১৫-২০ মিনিটের ব্যবধানে পৌঁছে যাবেন এই স্পটে। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই স্পট ভ্রমনের যে অন্য মাত্রা দিতে পারে তা বলার অপেক্ষা রাখেনা।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
New Picnic Spot near Kolkata: শীতে বেড়ানোর নতুন ঠিকানা! পিকনিক স্পট থেকেই হবে ওপার বাংলা দর্শনও, বাচ্চা-বয়স্ক সকলেই আনন্দ পাবেন
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement