Hair Care Home Tips: চুল উঠে টাক, গোছ পাতলেই হচ্ছে দিনদিন, চিন্তা মুক্ত করবে এই ঘরোয়া আয়ুর্বেদ দাওয়াই! চটজলদি তৈরি করে গোড়ায় লাগাতেই কেল্লেফতে
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Pooja Basu
Last Updated:
চুল পড়া ও গোড়া থেকে ভেঙে যাওয়া বন্ধ হবে, সহজেই মজবুত হবে চুল, আজই এই ঘরোয়া উপায় কাজে লাগান
advertisement
advertisement
advertisement
advertisement
প্রথমে তাজা নিম পাতা ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর এই পাতাগুলো মিক্সারে রেখে ভাল করে পিষে নিতে হবে, যাতে একটি নরম পেস্ট তৈরি হয়। এবার এই পেস্টে ২-৩ চামচ অ্যালোভেরা জেল যোগ করতে হবে এবং ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপরে ২ চামচ দই এবং ১ চামচ নারকেল তেল যোগ করতে হবে এবং সবকিছু ভালভাবে মেশাতে হবে।
advertisement
advertisement
advertisement








