পুরনো সোয়েটার ফেলে না দিয়ে ফের ব্যবহার করুন এই উপায়ে, তারিফের বন্যা হবে!

Last Updated:

আলমারিতে নতুন সোয়েটার রাখতে গেলে পুরনোগুলো ফেলে দিতে হবে। সেটা না করে বরং পুরনো সোয়েটার কাজে লাগানো যাক।

পুরনো সোয়েটার ব্যবহার
পুরনো সোয়েটার ব্যবহার
#কলকাতা: অবশেষে শীতকাল চৌকাঠ পেরিয়ে শহরে প্রবেশ করছে। আলমারি ভর্তি সোয়েটার। কোনওটা পরা হয়, কোনওটা হয় না। আবার কোনও কোনওটা এত প্রিয় যে একশোবার পরে পুরনো হয়ে গিয়েছে। আলমারিতে নতুন সোয়েটার রাখতে গেলে পুরনোগুলো ফেলে দিতে হবে। সেটা না করে বরং পুরনো সোয়েটার কাজে লাগানো যাক। কীভাবে সেটা করতে হবে বলে দিচ্ছি আমরা।
বালিশের কভার
পুরনো সোয়েটার দিয়ে বালিশ বা কুশনের কভার করা যায়। সোয়েটার বড় হলে অনেকগুলো কুশনের কভার হয়ে যাবে।
advertisement
কীভাবে করতে হবে
প্রথমে সোয়েটারটি কুশনের থেকে ডাবল সাইজে কেটে নিতে হবে।
এবার তিন দিক থেকে বিপরীত সেলাই করে কুশন ঢোকানোর জন্য একপাশ খোলা রেখে দিতে হবে।
ভেলক্রো বা জিপ লাগিয়ে লক করে দিতে হবে।
advertisement
কাপ ওয়ারমার
সোয়েটারের হাতা গোল গোল করে কেটে সেটা দিয়ে কাপ ওয়ারমার তৈরি করা যায়। এতে ভিতরের পানীয় যেমন গরম থাকবে তেমনই গরম কাপ ধরতে সুবিধে হবে। বাচ্চাদের দুধের গ্লাসের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়। এতে গরম দুধের গ্লাস ধরতে বাচ্চাদের অসুবিধে হবে না।
advertisement
বুট টপার
পুরনো সোয়েটার দিয়ে বুট টপার করলে সেটা দেখতে স্টাইলিশ লাগবে এবং শীতকালে পা গরম রাখবে। অনেক সময় বুটের লেদার বা চামড়া শক্ত হওয়ার জন্য পায়ের চামড়া উঠে যায়। সোয়েটারের হাতা কেটে নিয়ে বুট টপার করে নেওয়া যায়। বেইজ বা কোনও সলিড কালারের সোয়েটার দিয়ে এটা করলে ভাল লাগবে।
advertisement
চেয়ারের ওয়ারমার
শীতকালে চেয়ার খুব ঠাণ্ডা হয়ে যায়। এতে বসতে অসুবিধে হয়। তাই পুরনো সোয়েটার কেটে উপরে বিছিয়ে দিলে সেটা অনেক বেশি আরামদায়ক হবে এবং পিঠ উষ্ণ থাকবে।
কারডিগান তৈরি
পুরনো পুলওভার থাকলে সেটা দিয়ে নতুন কারডিগান তৈরি করে বেওয়া যেতে পারে। তার জন্য লাগবে কাঁচি, প্রেস, বোতাম।
advertisement
এমন সোয়েটার বেছে নিতে হবে যেটি খুব বেশি ভারী নয়। তা না হলে কাঁটার সঙ্গে সঙ্গে উলের সুতো বেরিয়ে আসতে শুরু করবে।
মাঝখান থেকে কেটে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে দুই দিক সমান হয়।
এর পরে, সোয়েটারের স্টিচ লাইনটি বাঁকিয়ে ইস্ত্রি চালাতে হবে যাতে এটি একসঙ্গে লেগে থাকে। মনে রাখতে হবে যে স্টিচ লাইন ভিতরের দিকে বাঁকাতে হবে।
advertisement
এবার সূচ ও সুতো দিয়ে সেলাই করতে হবে। চাইলে বোতাম লাগিয়ে নেওয়া যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুরনো সোয়েটার ফেলে না দিয়ে ফের ব্যবহার করুন এই উপায়ে, তারিফের বন্যা হবে!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement