Winter care : শীত এবং কোভিড আবহে সুস্থতা জরুরি! এই ৩ ওষধি উপাদানে ভরসা থাক

Last Updated:

Winter care : রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মেটাবলিজম উন্নত করতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে এই তিনটি উপাদান ব্যবহার করা যায়।

file photo
file photo
#কলকাতা: তুলসী পাতা, হলুদ এবং গোলমরিচ খেলে শীতকালীন নানা সমস্যা দূরে রাখা যায়। এই উপাদানগুলি শরীরও উষ্ণ রাখে। আয়ুর্বেদ বলছে এই তিনটি উপাদান ঘরোয়া টোটকা হিসাবে জনপ্রিয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মেটাবলিজম উন্নত করতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে এই তিনটি উপাদান ব্যবহার করা যায়।
কেন এই তিনটি উপাদান গুরুত্বপূর্ণ
তুলসী, হলুদ এবং কালো মরিচ অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে সমৃদ্ধ, যা ব্যথা নিরাময়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
advertisement
তুলসী কেন গুরুত্বপূর্ণ?
এই গাছের পাতাগুলি সাধারণ সর্দি, ভাইরাল, জ্বর, কনজেশনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তুলসী পাতায় ক্যামফেন, সিনিওল এবং ইউজেনলের উপস্থিতির কারণে এটি ব্যাকটেরিয়া এবং ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
advertisement
গোলমরিচ কেন শীতের সাথী?
শরীর ডিটক্সিফাই করা থেকে জ্বর, সর্দি কাশি কমাতেও এর জুড়ি নেই। তাছাড়া কালো মরিচে রয়েছে ক্যানসার প্রতিরোধক গুণ। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
হলুদ কেন প্রয়োজনীয়?
কারকিউমিন নামক একটি সক্রিয় যৌগের কল্যাণে পরিপূর্ণ, এই মশলাটি ব্যথা ও ক্ষত নিরাময়ে সাহায্য করে। এছাড়াও, এর অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্যগুলি ক্যানসার প্রতিরোধে সাহায্য করে, দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে ঘুমের সমস্যা দূর হয়।
advertisement
কী ভাবে এই তিনটি উপাদান নিয়মিত গ্রহণ করতে হবে?
চায়ের সঙ্গে তুলসীর রস, আদার রস ও গোলমরিচ মিশিয়ে খাওয়া যায়। বুকে কফ জমলে, গলা ব্যথা হলে, সর্দি, কাশি বা জ্বর হলে ৫-৬ টি তুলসী পাতার সঙ্গে এক চিমটি গোলমরিচ এবং মধু মিশিয়ে ভেষজ চা তৈরি করে পান করা যায়। এই চা শরীরের পক্ষে ভালো। এছাড়া তুলসীর পাতা এমনিতেও চিবিয়ে খাওয়া ভালো শীতকালে।
advertisement
হলুদ এবং কালো মরিচ একসঙ্গে খাওয়া যেতে পারে কারণ হলুদে কারকিউমিন নামে একটি সক্রিয় যৌগ রয়েছে, যা কালো মরিচের সক্রিয় যৌগের সঙ্গে মিলিত হয়ে পাইপেরিন তৈরি করে। এই উপাদান শরীরে কার্সিমিনের শোষণকে উন্নত করতে সাহায্য করতে পারে। কালোমরিচের সঙ্গে একট চিমটে হলুদ মিশিয়ে পাউডার হিসাবে খাওয়া যায়। আবার গোলমরিচ এবং হলুদ মিশিয়ে সেটি দুধের সঙ্গে মিশিয়েও পান করা যায়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter care : শীত এবং কোভিড আবহে সুস্থতা জরুরি! এই ৩ ওষধি উপাদানে ভরসা থাক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement