Winter Budget Trip: কনিষ্ঠ বিপ্লবীর জন্মভিটা, দিনের আলোতেও শিহরণ জাগে, ঘুরে আসুন ইতিহাসে ঠাসা হবিবপুর
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Winter Budget Trip: ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল মেদিনীপুর শহরে। বড় হয়ে ওঠা, বিদ্যালয়ে জীবন মেদিনীপুর শহরে। যদি এই শীতের বিকেলের কনিষ্ঠ বিপ্লবীর জন্মস্থান ঘুরে দেখতে চান, ঘুরে দেখুন এই জায়গা।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: শীতকাল মানেই ঘুরতে যাওয়ার মরশুম। তবে কাছে পিঠে কোথায় যাবেন, খোঁজ পান না? এবার কলকাতার খুব কাছেই এমন ইতিহাস প্রসিদ্ধ জায়গা। অনেকবার অনেক বইতেই পড়েছেন। চেনেন তাঁকেও, তবে তার বাড়ি কোথায়? কেমন ছিল তাঁর বাড়ি জানেন না। তাই এবারের ছুটিতে ঘুরে দেখুন শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটা। জন্মস্থান নিয়ে অনেকের অনেক মত থাকলেও কলকাতার খুব কাছেই এই জায়গায় বড় হয়ে উঠেছিলেন বীর এই বিপ্লবী।
তবে এই শীতের ছুটিতে ইতিহাস জানতে গেলে ঢুঁ মারুন এই জায়গা থেকে। সামান্য বয়সে দেশ বাঁচাতে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়েছিলেন এই কিশোর। যে সময়ে সকলের পড়াশোনা করার কাজ, সেই বয়সেই প্রথমে বই বোমা নিয়ে অত্যাচারী কিংসফোর্ডকে মারার পরিকল্পনা, পরে বোমা নিয়ে বিহারের মুজাফফরপুরে গিয়ে কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিলেন এই কিশোর। পড়ার বয়সে যে ছেলে দেশকে স্বাধীন করতে হাতে বোমা, বন্দুক তুলে নিয়েছিল, সেই কিশোরের জন্ম হয়েছিল অবিভক্ত মেদিনীপুরে। যদিও তার জন্মস্থান নিয়ে একাধিক মতপার্থক্য রয়েছে। জেলার দুটি জায়গাকে তার জন্মস্থান হিসেবে মেনেছেন জেলার মানুষ।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে জন্ম ক্ষুদিরামের, এ নিয়ে বিতর্ক থাকলেও গবেষকেরা দাবি করেন ক্ষুদিরামের জন্ম হয়েছিল মেদিনীপুর শহরের হবিবপুরে। এই হবিবপুর মেদিনীপুর শহরে অবস্থিত সেখান থেকে বেশ কয়েক মাইল দূরেই কেশপুরের মোহবনি গ্রাম। বেশ কয়েকজন মনে করেন হবিবপুরে জন্ম ক্ষুদিরামের, বেশ কয়েকজন আবাদ প্রমান দিয়েছেন তার জন্ম কেশপুরে। যদিও সেখানে বেশিদিন থাকেনি বলে দাবি পরিবারের।
advertisement
আরও পড়ুনঃ ৫ মিনিটও সময় লাগবে না! প্রেশার কুকারে শুধু ২ সিটিতে বানিয়ে ফেলুন পারফেক্ট দুধ চা, রইল রেসিপি
তবে ছোট থেকেই ভারতকে পরাধীনতার শৃংখল থেকে মুক্তি দিতেই তিনি প্রাণ দিয়েছেন। সেই ক্ষুদিরামের জন্ম হয়েছিল মেদিনীপুর শহরে। মনে করা হয়, কেশপুর ব্লকের মোহবনি এলাকায় জন্ম ক্ষুদিরামের। তবে বেশ কিছু গবেষকেরা দাবি করেন, হবিবপুরে কালী মন্দিরের ঠিক বিপরীতেই তার জন্ম হয়। এও দাবি করা হয় যে, এই কালীমন্দিরে মানত করেছিলেন ক্ষুদিরামের মা। তবে হবিবপুরের তার এই জন্মস্থানকে সংরক্ষিত করা হয়েছে। জন্মভিটাকে সংরক্ষণ করেছে প্রশাসন, রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি। তবে জানা যায়, কেশপুরের মোহবনী এলাকায় থাকতেন ক্ষুদিরাম বসুর পূর্বপুরুষ এবং বর্তমানে উত্তর পুরুষেরা।
advertisement
স্বাভাবিকভাবে, ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল মেদিনীপুর শহরে। বড় হয়ে ওঠা, বিদ্যালয়ে জীবন মেদিনীপুর শহরে। যদি এই শীতের বিকেলের কনিষ্ঠ বিপ্লবীর জন্মস্থান ঘুরে দেখতে চান, ঘুরে দেখুন এই জায়গা। সামনেই প্রাচীন কালী মন্দির, জানতে পারবেন ইতিহাস, মন ভাল হয়ে যাবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 07, 2025 8:47 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Budget Trip: কনিষ্ঠ বিপ্লবীর জন্মভিটা, দিনের আলোতেও শিহরণ জাগে, ঘুরে আসুন ইতিহাসে ঠাসা হবিবপুর
