শীতের ফ্যাশনে এবার কোন রং সুপারহিট জানেন? জানান দিলেন সারা-করিনা

Last Updated:

যে কোনও মরশুমে যে কোনও সময়ে ফ্লন্ট করা যেতে পারে সাদা রঙের আউটফিট।

#কলকাতা: নতুন বছর মানেই নতুন সব কিছু। ফ্যাশন বা স্টাইলিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তা-ই। ফলে ফ্যাশন ট্রেন্ডও হোক নতুন আর লাগুক নতুন রঙের ছোঁয়া। অর্থাৎ আগের বছরের ফ্যাশন ট্রেন্ডকে পিছনে ফেলে এ-বার এগিয়ে যাওয়ার পালা। তবে যে রঙ চিরন্তন এবং যা কখনও পুরনো হয় না, তা হল সাদা রঙ। সাদা আবার শান্তির প্রতীকও বটে। ফলে সাদা রঙ সাজগোজে বুলিয়ে দিতে পারে স্নিগ্ধতার পরশ। যে কোনও মরশুমে যে কোনও সময়ে ফ্লন্ট করা যেতে পারে সাদা রঙের আউটফিট। আর সাদা রঙ নিয়ে কিন্তু ফ্যাশনের ক্ষেত্রে এক্সপেরিমেন্টও করা যাবে দুর্দান্ত। আসলে যে কোনও অনুষ্ঠান কিংবা পার্টিতে সাদার জাদু যেন ফুরোতেই চায় না। প্রকৃতির কোলে, নীল সমুদ্রের ধারে নিভৃতে কিংবা সবুজে মোড়া পাহাড়ের মাঝেও সাদার হাতছানি আলাদাই মাত্রা যোগ করে।
ফলে ২০২৩ সালে ফ্য়াশন দুনিয়ায় রাজত্ব করবে সাদা রঙ। আর বলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও এর ব্যতিক্রম নন। হামেশাই তাঁদেরও সাদার মায়ায় নানা রূপে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিতে দেখা যায় তাঁদের। পার্টি হোক কিংবা কোনও প্রিমিয়ার অথবা ভ্রমণকালেও সাদা রঙের পোশাক ফ্লন্ট করেন তাঁরা। দেখে নেওয়া যাক, রুপোলি পর্দার নক্ষত্রদের সাদা পোশাকের লুক। যা অনুপ্রেরণা জোগায় আমাদেরও।
advertisement
advertisement
পুরোপুরি সাদা কো-অর্ডিনেশন প্যান্টস্যুটে বলিউড অভিনেত্রী নোরা ফতেহি যেন বস লেডি। হাই ওয়েস্টেড ফ্লেয়ার্ড সাদা ট্রাউজার, একটি সাদা ক্রপ টপ এবং একটি সাদা ব্লেজারে যেন সৌন্দর্যের প্রতিমূর্তি হয়ে উঠেছেন নায়িকা। এই আউটফিটের সঙ্গে নোরা গলিয়ে নিয়েছেন প্যাস্টেল রঙা স্টিলেটো। হালকা মেক-আপেও লাল লিপস্টিকে রাঙিয়ে নিয়েছেন ঠোঁট দুটিকে। খোলা চুলে অপূর্ব দেখাচ্ছে নোরা-কে। যে কোনও ডিনার কিংবা পার্টিতে এই পোশাকে গেলে যে কেউ হয়ে উঠতে পারেন মধ্যমণি।
advertisement
সারা আলি খান:
সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের সুন্দরী কন্যা সারা আলি খান বলিউডে পা রেখেছেন মাত্র কয়েক বছর হয়েছে। অভিনয়ের জাদুতে তিনি মুগ্ধ করেছেন ভক্তদের। এমনকী সোশ্যাল মিডিয়ায় তাঁর উজ্জ্বল উপস্থিতিও হামেশাই নজর কাড়ে। সেখানেই নানা আউটফিটে নানা ভঙ্গিতে দেখা যায়, ফ্যাশনেবল এই স্টার-কিডকে। সাদা আউটফিটে সারার উল্লেখযোগ্য লুকের মধ্যে রয়েছে শিয়ার টপ। সেই সঙ্গে ফ্রিল দেওয়া সাদা স্কার্ট। সিম্পল মেক-আপ আর খোলা চুলে বোল্ড সারার লুকে যেন স্নিগ্ধতার ছোঁয়া এনেছে এই দুর্দান্ত কো-অর্ড আউটফিট। গার্লস নাইট আউটে এই পোশাক পরলে জমে যাবে সন্ধেটা। আশপাশের মানুষ চোখ ফেরাতেই পারবে না।
advertisement
কৃতী শ্যানন:
এথনিক লুকে বাজিমাত করতে চান? তা-হলে ফ্লন্ট করতে পারেন কৃতী শ্যাননের দুর্দান্ত এথনিক বোহেমিয়ান লুক। ভারতীয় থিমের সাবেকি সান্ধ্যকালীন অনুষ্ঠানে নজর কাড়ার জন্য পরে নেওয়া যেতে পারে সাদা প্লিট করা স্কার্ট। তার সঙ্গে গলিয়ে নেওয়া যেতে পারে লম্বা ঝুলের সাদা জ্যাকেট। সঙ্গে পায়ে পরে নেওয়া যেতে পারে সাদা-রুপোলি জুত্তি। আর গলায় পরে নিতে পারেন রুপোর ভারি স্টেটমেন্ট নেকলেস। যা তাক লাগিয়ে দেবে আশপাশে থাকা মানুষজনকে।
advertisement
দীপিকা পাডুকোন
কোনও রিসর্টে পার্টি থাকলে ফ্লন্ট করতে পারেন বলিউডের চোখ ধাঁধানো সুন্দরী দীপিকা পাডুকোনের অল হোয়াইট লুক। ফিউশন এই আউটফিটে তাঁর দিক থেকে চোখ সরানোই যায় না। সাদা সেলফ কাজ করা শর্ট কুর্তি আর সাদা পাজামায় প্রায় নিরাভরণ লুকে ধরা দিয়েছেন নায়িকা। চুলটা পরিপাটি করে গুছিয়ে বাঁধা। কানে জ্বলজ্বল করছে একজোড়া সলিটেয়ার। আর হাতে ধরা ছোট্ট সোনালি ক্লাচ যেন রণবীর-ঘরণীর সৌন্দর্যে একটা আলাদা মাত্রা যোগ করেছে। ফলে বোঝাই যাচ্ছে, এই লুকে ধরা দিলে স্নিগ্ধ সৌন্দর্য সকলেই মুগ্ধ হয়ে যাবেন।
advertisement
জ্যাকলিন ফার্নান্ডেজ:
নতুন বছরের প্রথম ডেট কিংবা ব্রাঞ্চ ডেটে যাওয়ার প্ল্যান রয়েছে কি? তা-হলে সেজে ওঠা যেতে পারে জ্যাকলিন ফার্নান্ডেজের মতো লুকে। সঙ্গীর সঙ্গে নির্ভেজাল একটা প্রেমের দিন কাটানোর জন্য একেবারে আদর্শ। আর সঙ্গীর মুগ্ধতায় ভরা চোখ দুটো ঘোরাফেরা করবে আপনারই দিকে। জ্যাকলিন পরেছেন লেসের একটা বডি হাগিং আউটফিট। পায়ে গলিয়ে নেওয়া যেতে পারে প্যাস্টেল রঙা একপাটি স্টিলেটো। ন্যুড মেক-আপ এবং খোলা চুলে জ্যাকলিনকে অনবদ্য দেখাচ্ছে। এই লুকের সঙ্গে কানে পরে নেওয়া যেতে পারে একজোড়া হিরের দুল।
advertisement
করিনা কাপুর খান:
ক্যাজুয়াল লুকেও সাদার মতো রঙ অসাধারণত্বের ছোঁয়া এনে দেয়। পারিবারিক কোনও গেট-টুগেদার হোক বা কোনও পিকনিক হোক, এই আউটফিট কিন্তু পুরো বিষয়টাকেই একেবারে জমিয়ে দেবে। ঠিক যেমনটা করিনা কাপুর খান ফ্লন্ট করছেন। তিনি পরেছেন সাদা রঙের লিনেনের ফ্লেয়ার্ড প্যান্টের সঙ্গে সাদার কো-অর্ডিনেশনে একটি স্ট্রাকচারড ব্লাউজ। পায়ে গলিয়ে নেওয়া যেতে পারে একজোড়া সাদা স্লাইডার। সিম্পল লুকে চোখ দুটোকে হাইলাইট করে নিতে পারেন। কানে পরে নেওয়া যেতে পারে সইফ-ঘরণীর মতো সোনালি রঙা হুপ। সাধারণের মধ্যে অসাধারণ হয়ে ওঠা যাবে এই কো-অর্ড আউটফিটে। স্টাইলিশ এবং ক্লাসি লুকের জন্য এটা একেবারে পারফেক্ট।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শীতের ফ্যাশনে এবার কোন রং সুপারহিট জানেন? জানান দিলেন সারা-করিনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement