চশমার কাচ জলে ধুতে নেই কেন? নরম কাপড় ছাড়া মুছবেন না, বড় ক্ষতি হতে পারে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Eyeglass: চশমার কাচ জলে ধুতে নেই। কেন? কারণটা অনেকেই জানেন না।
কলকাতা: চোখের স্বাস্থ্য ভাল রাখার জন্য চশমা ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা। চশমা কিন্তু সবসময় পরিষ্কার রাখা উচিত। কিন্তু এই কাজটি এত সহজ নয়। কারণ এটি পরিষ্কার করার সময় স্ক্র্যাচ হতে পারে।
স্ক্র্যাচ শুধুমাত্র কাচের ক্ষতি করে না, আপনার চোখের জন্যও খুব ক্ষতিকর হতে পারে। অনেকে জল দিয়ে চশমার কাচ পরিষ্কার করার চেষ্টা করেন। চিকিৎসক ও বিশেষজ্ঞরা সবসময় জল দিয়ে চশমা পরিষ্কার না করার পরামর্শ দেন।
শুধুমাত্র নরম কাপড় দিয়েই চশমার কাচ পরিষ্কার করতে বলা হয়। জল দিয়ে চশমা ধোবেন না কেন? আজ আমরা আপনাকে সেই কথাই বলব।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়া সাইট Quora-তে একজন এমনই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে একজন লিখেছেন, চশমা শুধু কাপড় দিয়ে মোছা যায়। কারণ জলে ধুলে চশমার লেন্স নষ্ট হয়ে যেতে পারে।
আরও পড়ুন- সুন্দর মুখে অবাঞ্ছিত রোম! তুলে ফেলার উপায় আছে রান্নাঘরেই
জলে উপস্থিত খনিজ, লবণ, ফ্লোরাইড চশমার লেন্সের সাথে বিক্রিয়া করতে পারে। ফলে কাচে দাগ পড়তে পারে।
advertisement
এছাড়া জলে উপস্থিত ছোট ছোট কণাও লেন্সে স্ক্র্যাচ ফেলতে পারে। চশমা মোছার জন্য নরম কাপড় ব্যবহার করতে হবে। কাপড় খুব নরম হতে হবে যাতে লেন্সে আঁচড় না পড়ে। কাপড়ে হালকা ঘষে চশমা পরিষ্কার করা যায়।
বিশেষজ্ঞদের মতে, চশমা পরিষ্কারের জন্য মাইক্রোফাইবার কাপড় সবচেয়ে ভাল। এমনকী কাপড় দিয়ে পরিষ্কার করার সময় খুব বেশি ঘষা যাবে না। তোয়ালে, ন্যাপকিন বা টিস্যু পেপার একেবারেই ব্যবহার করবেন না। এগুলি কেবল নরম দেখায়, তবে আসলে শক্ত।
advertisement
আরও পড়ুন- রক্তাল্পতা হবে ছুমন্তর! বাড়ির পাশেই হয়ে থাকা এই গাছেই হবে মিরাকেল
অনেকে আবার বাড়িতে রাখা গ্লাস ক্লিনার দিয়েও পরিষ্কার করার চেষ্টা করেন। ওসব ব্যবহার করবেন না। এতে লেন্সের কার্যক্ষমতা কমে যেতে পারে।চশমায় স্যানিটাইজার লাগিয়ে রাখবেন না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2023 6:47 PM IST