শ্রাবণের প্রথম সোমবার, শিবের আরাধনা করলে ফল মিলবে হাতে নাতে

Last Updated:

শ্রাবণ মাসে মানেই শিবের আরাধণার সময় ৷ শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই ৷ নিজের সংসার, সন্তানের মঙ্গল কামনায় শিবের পুজো চলে শ্রাবণ মাসভর ৷

#কলকাতা: শ্রাবণ মাসে মানেই শিবের আরাধনার সময় ৷ শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই ৷ নিজের সংসার, সন্তানের মঙ্গল কামনায় শিবের পুজো চলে শ্রাবণ মাসভর ৷  কথায় বলে দেবাদিদেব মহাদেব ৷ অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব ! সেই ঈশ্বরের পুজোয় সব মনস্কামনা পূরণ হবে ৷ শান্তি মিলবে জীবনে ৷
পুরাণ মতে এই শ্রাবণ মাসেই বিষ পান করেছিলেন শিব ৷ বিষ পানের ফলে তাঁর সারা শরীর নীল হয়ে যায় ৷ সেই কারণেই তাঁর মাথায় জল বা দুধ ঢেলে পুজো করা হয় ৷ শ্রাবণ মাসের প্রতিদিনই এই আচার পালন করা হয় ৷ তবে যেহেতু সোমবার শিবের বার বলেই পরিচিত, তাই সোমবারেই বিশেষ পুজো হয় ৷ শ্রাবণ মাসের ৪টি সোমবার ধূমধাম করে পুজো করা হয় শিব ৷ প্রচলিত বিশ্বাস শিবের পুজোয় দূর হয় জীবনের সব সমস্যা ৷
advertisement
advertisement
শিবের পুজোয় কোন জাতি বা লিঙ্গের বিভেদ নেই ৷ পুরুষ ও মহিলা সমানভাবে পুজো করে মহাদেবকে ৷ প্রচলিত মতে শিবের মত স্বামীর কামনা করেন মহিলারা ৷ তাই অবিবাহিত মহিলারা অধিকাংশ ক্ষেত্রেই শিবের মতো 'বরের' আশায় এই পুজো করে থাকেন ! অন্যদিকে পুরুষরাও নিজেদের সুখ সমৃদ্ধির জন্য পুজো করে থাকেন ৷
advertisement
তবে শ্রাবণে শিব পুজোর পিছনে সমাজবিজ্ঞানের কিছু ব্যখ্যা রয়েছে ৷ শিব মানেই সৃষ্টি ৷ শ্রাবণ মাসে বৃষ্টি হয়, উর্বর হয়ে ওঠে জমি ৷ বপন, কর্ষণের জন্য আদর্শ সময় ৷ একদিকে যেমন জমিতে নতুন ফসল ফলানোর সময় এই শ্রাবণ মাস অন্যদিকে পশুপাখিদের মিলনের সময় এই মাস ৷ সেইকারণে অধিকাংশ ন্যাশনল পার্কগুলো এই সময় বন্ধ থাকে ৷  শিব সৃষ্টির প্রতীক ৷ তাই এই মাসে তিনি পূজিত হন ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শ্রাবণের প্রথম সোমবার, শিবের আরাধনা করলে ফল মিলবে হাতে নাতে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement