মায়ের এই পাঁচ অলঙ্কার আপনার কাছে থাকলে আপনিই ধনী, দেখে নিন আছে কি না . . .

Last Updated:

মায়ের এই পাঁচ অলঙ্কাকার কি আপনার কাছে আছে কি ? যদি থাকে তাহলে আপনিই হবেন চিরধনী মানুষ ৷

#কলকাতা: মায়ের এই পাঁচ অলঙ্কার কি আপনার কাছে আছে কি ? যদি থাকে তাহলে আপনিই হবেন চিরধনী মানুষ ৷ সারদামণির প্রসঙ্গেই কথা বলা হচ্ছে যিনি বেশ কিছু অলংঙ্কার আমাদের দিয়েছেন ৷ মায়ের এই পাঁচ অলংঙ্কার গুলি একবার যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনিই হবেন চিরসুখী ৷
সারদা মা বলেছিলেন নরেনও আমার ছেলে আর আমজাদও আমার ছেলে অর্থাৎ তিনি মিলে মিশে থাকতে বলেছেন ৷ ভেদাভেদকে সরিয়ে মিলেমিশে চললেই আসতে পারে চিরশান্তি ৷ কাটবে সুখের জীবন ৷
'আমি সতেরও মা, অসতেরও মা' - অর্থাৎ প্রতিটি মায়ের কাছে সন্তানের থেকে প্রিয় আর কিছুই নেই ৷ সন্তান ভুল করলে মা শাসন করবে কিন্তু সন্তান সন্তানের জায়গায় থাকবে ৷ কিঞ্চিৎ আশ্রয় ও প্রশ্রয়ে ৷ শাসন করা তারেই মানে সোহাগ করে যে ৷
advertisement
advertisement
সারদা মা বলেছিলেন যদি শান্তি পেতে চাও দোষ দেখনা কারোর, দোষ দেখবে নিজের ৷ নিজেকে পরিষ্কার করলেই আসবে মুক্তি ৷ তোমাকে দেখেই জগৎ নেবে অনুপ্রেরণা ৷ অন্যের দোষ দেখতে দেখতে স্বভাব এমনই হবে যে আর সব কিছুতেই তার খারাপ দেখবে তার ভালও চোখে পড়বে না কিছুতেই ৷
মায়েরই কাজ হল তাঁর সন্তানকে পরিচ্ছন্ন রাখার, ছেলে ধুলো মাখলে মা পরিষ্কার করবে, ধুয়ে দেবে ৷ তাই সবাইকে ভালবেসে খারাপেও ভালকে বেছে নিতে হবে ৷ পবিত্র স্পর্শই মনের যাবতীয় কু-ভাব থেকে দূরে সরিয়ে রাখবে ৷
advertisement
দু'বেলা পেট ভরে খাও আর আনন্দে থাক ৷ দেখবে কোনও খারাপ চিন্তা মনে বাসা বাঁধতে পারবে না ৷ সব সময়ে ভাল চিন্তাভাবনা করলেই ভাল কিছু হবে, খারাপ চিন্তা করলেই খারাপ হবে ৷
এই পাঁচ অলঙ্কারে আপনি করতে পারেন কিস্তিমাত ৷ যার যেমন ভাব তার তেমন লাভ ৷ জীবনে চলার পথে সারদা মায়ের এই পাঁচ বাণী যদি আপনার চলার পথের সঙ্গী হয়ে থাকে ৷ আপনার হবে জয় নিশ্চয় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মায়ের এই পাঁচ অলঙ্কার আপনার কাছে থাকলে আপনিই ধনী, দেখে নিন আছে কি না . . .
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement