India's Fish Eating Population: বলুন দেখি দেশের কোন রাজ্যের মানুষ সবথেকে বেশি মাছ খান? তালিকায় পশ্চিমবঙ্গ নেই প্রথম পাঁচে! বাংলার স্থান জানলে চমকে যাবেনই

Last Updated:

India's Fish Eating Population:২০১৯-২০ সালের পরিসংখ্যান বলছে ৫.৯৫% ভারতবাসী রোজ মাছ খান৷ সপ্তাহে অন্তত ১ দিন খান ৩৪.৮% এবং খান মাঝে মাঝে মাছ মুখে তোলেন ৩১.৩৫% দেশবাসী৷

মাছ খাওয়ার হার অনেকটাই বেড়েছে ভারতবাসীর মধ্যে
মাছ খাওয়ার হার অনেকটাই বেড়েছে ভারতবাসীর মধ্যে
নয়াদিল্লি: মাছে মন মজেছে ভারতবাসীর৷ সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ দেখা যাচ্ছে, সম্প্রতি দেশ জুড়ে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মাছ খাওয়া৷ ‘Fish Consumption In India: Patterns And Trends’ শীর্ষক এই গবেষণা হয়েছে Council of Agricultural Research বা ICAR-এর তত্ত্বাবধানে৷ কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার এবং ওয়ার্ল্ড ফিশ ইন্ডিয়ার অধীনে করা এই সমীক্ষা তথা গবেষণায় যে যে তথ্য দেখা যাচ্ছে, তা চমকে দেবে৷
গবেষক তথা সমীক্ষকরা ২০০৫-০৬ থেকে শুরু করে ২০১৯-২১ পর্যন্ত তথ্য অনুসন্ধান করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে জনসংখ্যাবৃদ্ধি, সম্পদবৃদ্ধি এবং খাদ্যগ্রহণের পরিবর্তিত ধারায় মাছ খাওয়ার হার অনেকটাই বেড়েছে ভারতবাসীর মধ্যে৷ ২০১৯-২০ সালের পরিসংখ্যান বলছে ৫.৯৫% ভারতবাসী রোজ মাছ খান৷ সপ্তাহে অন্তত ১ দিন খান ৩৪.৮% এবং খান মাঝে মাঝে মাছ মুখে তোলেন ৩১.৩৫% দেশবাসী৷
advertisement
পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, তামিলনাড়ু, কেরল, গোয়ার মানুষ বেশি হারে মাছ খান৷ উত্তর এবং পশ্চিম ভারতের রাজ্যগুলি যেমন পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের মানুষ খুব কম মাছ খান, মাত্র ৩০%৷ কিন্তু সুদূর উত্তরে জম্মু কাশ্মীরে আবার মাছ খাওয়ার হার বেড়েছে অনেকটাই৷ রিপোর্ট বলছে, দৈনিক আহারে সবথেকে বেশি মাছ খান কেরল ও গোয়ার মানুষ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ডাইজেস্টিভ বিস্কুট খেলে কি সত্যি ওজন কমে? এই বিস্কুট উপকারী না ক্ষতিকর? জানুন সত্যিটা
পাশাপাশি সার্বিক ভাবে শতকরার দিক থেকে সবথেকে বেশি মাছ খান ত্রিপুরার মানুষ৷ তার পর আছেন যথাক্রমে মণিপুর, অসম, অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গ৷ অর্থাৎ শতকরার হিসেবে সর্বোচ্চ মাছ ভক্ষণকারীদের তালিকায় বাংলার স্থান ষষ্ঠ৷ অন্যদিকে সারা দেশে সবথেকে কম মাছ খান হরিয়ানাবাসী৷ মাত্র ২০.৬%৷ তার পরে আছে পঞ্জাব এবং রাজস্থান৷
advertisement
দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পার ক্যাপিটা বার্ষিক হিসেবে সবথেকে বেশি মাছ খান লক্ষদ্বীপের বাসিন্দারা৷ তার পর তালিকায় আছে যথাক্রমে গোয়া, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা এবং ছত্তীসগঢ়৷ অর্থাৎ এই পরিসংখ্যানেও প্রথম পাঁচে নেই বাংলা! বাঙালি মানেই মাছে ভাতে-আমাদের চেনা ভাবনার এই মৎস্যপুরাণ বাস্তবের সমীক্ষায় দেখা দিল উলটপুরাণ হয়ে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
India's Fish Eating Population: বলুন দেখি দেশের কোন রাজ্যের মানুষ সবথেকে বেশি মাছ খান? তালিকায় পশ্চিমবঙ্গ নেই প্রথম পাঁচে! বাংলার স্থান জানলে চমকে যাবেনই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement