সপ্তাহে সাতদিন 'সাত রঙ'-এ হবে বাজিমাত ! থাকবেন সুস্থ, সুরক্ষিত

Last Updated:

সপ্তাহে শুরু ৷ শুরু মানেই ব্যস্ততা ৷ শনি-রবি ছুটির পর সোমবার যেন কেড়ে নয় সব সুখ ৷ সকাল থেকে উঠেই লাগে তাড়া ৷ নিজের অফিস, ছেলেমেয়ের স্কুল ৷ সকালে ঘুম থেকে উঠেই যেন শুরু হয় দক্ষযজ্ঞ

#কলকাতা: সপ্তাহে শুরু ৷ শুরু মানেই ব্যস্ততা ৷ শনি-রবি ছুটির পর সোমবার যেন কেড়ে নয় সব সুখ ৷ সকাল থেকে উঠেই লাগে তাড়া ৷ নিজের অফিস, ছেলেমেয়ের স্কুল ৷ সকালে ঘুম থেকে উঠেই যেন শুরু হয় দক্ষযজ্ঞ ৷ তারপর আবার অফিসে গিয়ে বসের নানা অর্ডার ৷ বারবার ভাবেন তো একটু যদি গুছিয়ে নেওয়া যেত সবকিছু , তাহলে কত না ভাল হত ৷ হতে পারে যদি আপনি মেনে চলেন কিছু নিয়ম ,গুরুত্ব দেন কিছু রঙ ৷ এই সব রঙ যে আপনার পোশাকে থাকতে হবে এমন নয় ৷ হতেই পারে এমন রঙের ব্যাগ বা টিফিন বক্স বা রুমাল থাকল আপনার সঙ্গে ৷ বাড়িতে রাখতে পারেন এমন রঙের ফুল বা খাটে পাততে পারেন লাকি কালারের বেড কভার বা পর্দা ! অর্থাৎ দিন অনুযায়ী রঙ মেনে চললে আপনি থাকবেন সুস্থ, সুরক্ষিত ৷
  • সোমবার-  হিন্দু সাস্ত্র মতে সোমবারের রঙ হল হলুদ ৷ যদিও সোমবার অনেকেই শিবের পুজো করেন, ফলে সাদা রঙও শুভ ৷ হিন্দু মতে সোমবার চন্দ্রের প্রভাব থাকে, তাই নীল এবং রূপোলি রঙও আপানার দিন ভাল করতে পারে ৷
  • মঙ্গলবার- গোলাপি হল শুভ রঙ ৷ মঙ্গলবার পুজিত হন পবনপুত্র হনুমান ৷ তাঁর শরীরের রঙয়ের সঙ্গে মিলিয়ে ভক্তরা লাল রঙকেও শুভ মানেতে পারেন ৷
  • বুধবার- চোখ বন্ধ করে সবুজ রঙটির ওপর ভরসা করবেন সপ্তাহের এই দিন ৷ হিন্দু মতে বুধবারের সঙ্গে যুক্ত বৃহস্পতিগ্রহ ৷ আর তার রঙ সবুজ ৷
  • বৃহস্পতিবার- এদিনও কাছে রাখবেন কমলা বা হলুদ রঙ ৷ হিন্দু মতে  বৃহস্পতিবার হল শ্রী বিষ্ণুর দিন এবং বিষ্ণু দেবের সঙ্গে হলুদ রঙের যোগ রেয়েছে ৷
  • শুক্রবার- নীল রঙ রাখুন সঙ্গে ৷ বিভিন্ন রকমের নীল রঙ হতে পারে শুভ ৷ শুক্রবার হিন্দুরা শক্তির আরাধনা করে ৷ তাই সাদা রঙের ওপরও ভরসা রাখতে পারেন শুক্রবার ৷
  • শনিবার- বেগুনি, কালো, ইন্ডিগো, গাঢ় ছাই এবং মভ ৷ এই সব রঙ শনি দেবের সঙ্গে যুক্ত ৷ তাই শনিবার এই সব রঙেই বিশ্বাস রাখুন ৷ সব বাধা কেটে যাবে ৷
  • রবিবার- হিন্দু মতে রবিবার হল সূর্যের আরাধনার দিন ৷ আর লাল হল সূর্যের রঙ ৷ অর্থাৎ রবিবার সঙ্গে রাখুন লাল রঙ ৷ ছুটির দিন লাল রঙে ভরিয়ে তুলুন আপনার চারিদিক ৷ মনও থাকবে ভাল, ভাগ্যও হবে উজ্জ্বল ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সপ্তাহে সাতদিন 'সাত রঙ'-এ হবে বাজিমাত ! থাকবেন সুস্থ, সুরক্ষিত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement