সপ্তাহে সাতদিন 'সাত রঙ'-এ হবে বাজিমাত ! থাকবেন সুস্থ, সুরক্ষিত

Last Updated:

সপ্তাহে শুরু ৷ শুরু মানেই ব্যস্ততা ৷ শনি-রবি ছুটির পর সোমবার যেন কেড়ে নয় সব সুখ ৷ সকাল থেকে উঠেই লাগে তাড়া ৷ নিজের অফিস, ছেলেমেয়ের স্কুল ৷ সকালে ঘুম থেকে উঠেই যেন শুরু হয় দক্ষযজ্ঞ

#কলকাতা: সপ্তাহে শুরু ৷ শুরু মানেই ব্যস্ততা ৷ শনি-রবি ছুটির পর সোমবার যেন কেড়ে নয় সব সুখ ৷ সকাল থেকে উঠেই লাগে তাড়া ৷ নিজের অফিস, ছেলেমেয়ের স্কুল ৷ সকালে ঘুম থেকে উঠেই যেন শুরু হয় দক্ষযজ্ঞ ৷ তারপর আবার অফিসে গিয়ে বসের নানা অর্ডার ৷ বারবার ভাবেন তো একটু যদি গুছিয়ে নেওয়া যেত সবকিছু , তাহলে কত না ভাল হত ৷ হতে পারে যদি আপনি মেনে চলেন কিছু নিয়ম ,গুরুত্ব দেন কিছু রঙ ৷ এই সব রঙ যে আপনার পোশাকে থাকতে হবে এমন নয় ৷ হতেই পারে এমন রঙের ব্যাগ বা টিফিন বক্স বা রুমাল থাকল আপনার সঙ্গে ৷ বাড়িতে রাখতে পারেন এমন রঙের ফুল বা খাটে পাততে পারেন লাকি কালারের বেড কভার বা পর্দা ! অর্থাৎ দিন অনুযায়ী রঙ মেনে চললে আপনি থাকবেন সুস্থ, সুরক্ষিত ৷
  • সোমবার-  হিন্দু সাস্ত্র মতে সোমবারের রঙ হল হলুদ ৷ যদিও সোমবার অনেকেই শিবের পুজো করেন, ফলে সাদা রঙও শুভ ৷ হিন্দু মতে সোমবার চন্দ্রের প্রভাব থাকে, তাই নীল এবং রূপোলি রঙও আপানার দিন ভাল করতে পারে ৷
  • মঙ্গলবার- গোলাপি হল শুভ রঙ ৷ মঙ্গলবার পুজিত হন পবনপুত্র হনুমান ৷ তাঁর শরীরের রঙয়ের সঙ্গে মিলিয়ে ভক্তরা লাল রঙকেও শুভ মানেতে পারেন ৷
  • বুধবার- চোখ বন্ধ করে সবুজ রঙটির ওপর ভরসা করবেন সপ্তাহের এই দিন ৷ হিন্দু মতে বুধবারের সঙ্গে যুক্ত বৃহস্পতিগ্রহ ৷ আর তার রঙ সবুজ ৷
  • বৃহস্পতিবার- এদিনও কাছে রাখবেন কমলা বা হলুদ রঙ ৷ হিন্দু মতে  বৃহস্পতিবার হল শ্রী বিষ্ণুর দিন এবং বিষ্ণু দেবের সঙ্গে হলুদ রঙের যোগ রেয়েছে ৷
  • শুক্রবার- নীল রঙ রাখুন সঙ্গে ৷ বিভিন্ন রকমের নীল রঙ হতে পারে শুভ ৷ শুক্রবার হিন্দুরা শক্তির আরাধনা করে ৷ তাই সাদা রঙের ওপরও ভরসা রাখতে পারেন শুক্রবার ৷
  • শনিবার- বেগুনি, কালো, ইন্ডিগো, গাঢ় ছাই এবং মভ ৷ এই সব রঙ শনি দেবের সঙ্গে যুক্ত ৷ তাই শনিবার এই সব রঙেই বিশ্বাস রাখুন ৷ সব বাধা কেটে যাবে ৷
  • রবিবার- হিন্দু মতে রবিবার হল সূর্যের আরাধনার দিন ৷ আর লাল হল সূর্যের রঙ ৷ অর্থাৎ রবিবার সঙ্গে রাখুন লাল রঙ ৷ ছুটির দিন লাল রঙে ভরিয়ে তুলুন আপনার চারিদিক ৷ মনও থাকবে ভাল, ভাগ্যও হবে উজ্জ্বল ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সপ্তাহে সাতদিন 'সাত রঙ'-এ হবে বাজিমাত ! থাকবেন সুস্থ, সুরক্ষিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement