Swallowing Chewing Gum: বাচ্চা গিলে ফেলেছে চ্যুইংগাম! কোন সর্বনাশ হতে পারে? কী করা উচিত? জেনে নিন ডাক্তারের পরামর্শ

Last Updated:

উপকারী গুণ থাকলেও চ‍্যুইংগাম খাওয়া একেবারেই উচিত নয়। এটি কিছুক্ষণ চিবিয়ে তারপর ফেলে দেওয়াই শ্রেয়। মুশকিল হয় যখন বাচ্চারা এটি খেয়ে ফেলে।

বাচ্চা গিলে ফেলেছে চ্যুইংগাম! কোন সর্বনাশ হতে পারে? কী করা উচিত? জেনে নিন ডাক্তারের পরামর্শ
বাচ্চা গিলে ফেলেছে চ্যুইংগাম! কোন সর্বনাশ হতে পারে? কী করা উচিত? জেনে নিন ডাক্তারের পরামর্শ
মিষ্টি স্বাদের চ‍্যুইংগাম খেতে অনেকেই খুব ভালবাসেন। বড়দের পাশাপাশি ছোটদের অত‍্যন্ত পছন্দের জিনিস হল চ‍্যুইংগাম। চ‍্যুইংগাম খাওয়া স্বাস্থ‍্যের ভীষণ হানিকারক এমনটা কিন্তু মোটেই ভাবা ঠিক নয়। চ‍্যুইংগামের বেশ কিছু ভাল গুণও রয়েছে। এটি ওজন কমাতে সাহায‍্য করে, এমনকি মন মেজাজ ভাল রাখতেও কাজে আসে চ‍্যুইংগাম। উপকারী গুণ থাকলেও চ‍্যুইংগাম খাওয়া একেবারেই উচিত নয়। এটি কিছুক্ষণ চিবিয়ে তারপর ফেলে দেওয়াই শ্রেয়। মুশকিল হয় যখন বাচ্চারা এটি খেয়ে ফেলে।
চ‍্যুইংগাম বাচ্চারা বা বড়রা খেয়ে ফেললে ঠিক কী করা উচিত সেই বিষয়ে বিস্তারিত জানালেন কনৌজের গভর্নমেন্ট মেডিক‍্যাল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ড: কৈলাস সোনি৷
advertisement
চ্যুইংগাম চিপচিপে হয়৷ ঘন্টার পর ঘন্টা চিবিয়ে গেলেও আকার বদলায়না৷ বলা হয় যে চ্যুইংগাম গিলে ফেলা হলে তা আমাদের পাকস্থলীর আস্তরণে থেকে যায় এবং অন্ত্রে বাধা সৃষ্টি করতে পারে। যদিও অনেকের একটি ভুল ধারণা আছে যে এটি আমাদের পরিপাকতন্ত্রে ৭ বছর ধরে থাকে। কিন্তু এটা ভুল ভাবনা। চ্যুইংগাম সহজে হজম করা যায় না। অনেক বেশি সময় লাগে৷ তবে ৭ বছর মোটেই নয়৷
advertisement
যে যে পদার্থ থেকে চ্যুইংগাম তৈরি হয় তা অদ্রবণীয়। তাই আমাদের শরীর এটিকে ভেঙে ফেলার জন্য পাচক এনজাইম তৈরি করতে পারে না৷ তাই খাওয়ার পর আমাদের পেটের মধ্যে থেকে যায়। কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে, এটি আমাদের পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে যায় এবং মলের মাধ্যমে বেরিয়ে আসে।
advertisement
অবশ্যই, চ্যুইংগাম স্বাস্থ্য উপকারিতা রয়েছে, তবে অতিরিক্ত সেবনকে সঠিক বলে মনে করা হয় না। অতিরিক্ত সেবনের কারণে অনেক সময় তা পেটেও যায়। চ্যুইংগাম পেটে গিয়ে পরিপাকতন্ত্রের ক্ষতি করতে পারে। যদিও এটি আঠা, তাই এটিকে অপাচ্য বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, শাকসবজি এবং বীজে পাওয়া ফাইবারের মতোচ্যুইংগামও অদ্রবণীয়।
অন্যান্য অদ্রবণীয় পদার্থের মতো, চ্যুইংগামও মলের সঙ্গে দেহ থেকে নির্গত হয়। কিন্তু যদি কোনও কারণে অন্ত্রে আটকে যায়, তাহলে তা ব্লকেজের কারণ হতে পারে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। চ্যুইংগাম দীর্ঘক্ষণ পেটে থাকলে বমি, বমি বমি ভাবের মতো সমস্যা হতে পারে। চ্যুইংগাম গিলে ফেলার ঘটনাগুলি কেবল শিশুদের মধ্যেই নয়, প্রাপ্তবয়স্কদের মধ্যেও দেখা যায়। সেজন্য অতিরিক্ত চ্যুইংগাম না খাওয়াই ভাল৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Swallowing Chewing Gum: বাচ্চা গিলে ফেলেছে চ্যুইংগাম! কোন সর্বনাশ হতে পারে? কী করা উচিত? জেনে নিন ডাক্তারের পরামর্শ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement