Variyali Sharbat Recipe: গরমে প্রাণ ওষ্ঠাগত? বাড়িতেই বানান স্বাস্থ্যগুণে ঠাসা গুজরাতি ভারিয়ালি শরবত!

Last Updated:

Summer Cold Drink: এটা গুজরাতি রেসিপি। ভারিয়াল মানে মৌরি। মূলত মৌরির সঙ্গে মিছরি মিশিয়ে তৈরি হয় এই শরবত।

#নয়াদিল্লি: বৈশাখেই তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। জ্যৈষ্ঠে কী হবে সেই ভেবে অস্থির আমবাঙালি। গরম থেকে বাঁচতে রোজই চলছে হরেক রকমের শরবতের খোঁজ। দই, ঘোল, আম বাদ যাচ্ছে না কিছুই। গরমের তাত থেকে বাঁচতে এখানে রইল ভারিয়ালি শরবতের হদিশ। এটা গুজরাতি রেসিপি। ভারিয়াল মানে মৌরি। মূলত মৌরির সঙ্গে মিছরি মিশিয়ে তৈরি হয় এই শরবত। খেতে অসাধারণ তো বটেই স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। পুষ্টিবিদরা বলেন, ‘এটা স্বাস্থ্যকর পানীয়। শরীরকে ঠান্ডা রাখতে এর জুড়ি নেই। ঘুম ভালো হয়। এবং পাচনতন্ত্রের উন্নতিতে সাহায্য করে’। তাই এই গরমে কোনও গুজরাতি বাড়িতে গেলে অতিথিকে প্রথমেই দেওয়া হয় ভারিয়ালি শরবত।
উপকরণ: হাফ কাপ মৌরি, ২ টেবিল চামচ মিছরি, ১ টেবিল চামচ পাতিলেবুর রস, নুন এক চিমটে, প্রয়োজন মতো বরফ কুচি।
advertisement
বানানোর পদ্ধতি: এক কাপ জলে গুঁড়ো করা মৌরি ভিজিয়ে রাখতে হবে সারা রাত। পরদিন সকালে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে সেই মৌরি। তবে জলটা ফেললে হবে না। ওটাও দরকার। পাতলা মসলিনের কাপড়ে ছেঁকে নিতে হবে সেই মৌরির জল। এ বার মিক্সিতে মৌরির জল, মিছরি, পাতিলেবুর রস, এক চিমটে নুন দিয়ে সব কিছু ভাল করে মিশিয়ে নিতে হবে। ব্যস, ভারিয়ালি শরবত তৈরি। পরিবেশন করার গ্লাসে মৌরির সরবত ঢেলে উপর থেকে আধভাঙা মৌরি আর লেবুর কুচি ছড়িয়ে দেওয়া যায়। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।
advertisement
উপকারী গুণ: পুষ্টিবিদরা বলেন, এই শরবত অ্যাসিডিটি, ফোলাভাব, কোষ্ঠকাঠিন্য এবং গরমভাব নিয়ন্ত্রণে সাহায্য করে। মৌরির বীজ ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ। এগুলিতে ক্লোরোজেনিক অ্যাসিড, লিমোনিন এবং কোয়ারসেটিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে- যার সবগুলিই মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। শুধু তাই নয়, ভারিয়ালি শরবতে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার বৈশিষ্ট্য রয়েছে। মৌরি বীজের ভিটামিন সি বৈশিষ্ট্য তাপের কারণে শরীরে সৃষ্ট প্রদাহ কমায়। তাছাড়া এই বীজ অন্ত্রের রসকে উদ্দীপিত করে, হজম ক্ষমতা বাড়ায় এবং অ্যাসিড রিফ্লাক্স কমায়।
advertisement
মিছরি মূলত আখের রস থেকে তৈরি। আয়ুর্বেদ অনুসারে, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে এটা ম্যাজিকের মতো কাজ করে। গরমে অনেকের নাক দিয়ে রক্ত পড়ে। নাকের ভেতর শুকিয়ে যাওয়ার কারণে এরকম হয়। এক্ষেত্রেও মিছরি কাজে আসে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Variyali Sharbat Recipe: গরমে প্রাণ ওষ্ঠাগত? বাড়িতেই বানান স্বাস্থ্যগুণে ঠাসা গুজরাতি ভারিয়ালি শরবত!
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement