Mental Health: সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না? সঙ্গীকেও সন্দেহ! কোন ভয়ঙ্কর রোগ বাসা বেঁধেছে

Last Updated:

সহজে কি কাউকে বিশ্বাস করতে পারেন না? আপনি পিস্তানথ্রোফোবিয়ায় ভুগছেন না তো? বর্তমানে যা দিনকাল অনেকেই এখন সহজে কাউকে বিশ্বাস করতে পারেনা।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
উত্তর দিনাজপুর: সহজে কি কাউকে বিশ্বাস করতে পারেন না? আপনি পিস্তানথ্রোফোবিয়ায় ভুগছেন না তো? বর্তমানে যা দিনকাল অনেকেই এখন সহজে কাউকে বিশ্বাস করতে পারেনা। বিখ্যাত সাইকোলজিস্ট রঞ্জন দাস জানান, এমন অনেকেই আছেন যারা মন থেকে কাউকে বিশ্বাস করেছিলেন। কিন্তু বিশ্বাস করে মনের কথা বলে ঠকেছিলেন। পরবর্তীতে তিনিই আবার আপনার বিশ্বাস ভেঙেছেন। তখন মনে হয়, অনেক হয়েছে আর নয়। কাউকে বিশ্বাস করতে চাই না। কেউ ভাল কিছু বললেও আমরা ধরেই নিই যে, বোধহয় আমার কোনও খারাপ করাই তাঁর উদ্দেশ্য। আসলে মানুষটি যে কোনও ভাল উদ্দেশ্যও থাকতে পারে তা কিন্তু আমরা মনেই করি না। কিন্তু জানেন , এই ধারণা কত ভুল? বিশ্বাস না করলে আপনি লোক চিনবেন কীকরে? বরং ঠকে যাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে অনেক বেশি।
ডাক্তারি ভাষায় এই মনের রোগের নাম পিস্তানথ্রোফোবিয়া। কাউকে বিশ্বাস করতে না পারা থেকেই এই সমস্যার তৈরি হয়। ধরুন এই মুহূর্তে আপনি আবার নতুন করে প্রেমে পড়েছেন। হঠাৎ দেখলেন আপনার প্রেমিক বা প্রেমিকার ফোন ব্যস্ত। এবার আপনি হয়তো ভাবলেন নির্ঘাত অন্য কারোর সঙ্গে প্রেম করছে। সঙ্গে সঙ্গেই তার সোশ্যাল মিডিয়া চেক করে দেখলেন। এমনকী বারবার কোনও ছবির কমেন্টস পড়ে বোঝার চেষ্টা করছেন কোনও ইঙ্গিত পাওয়া যায় কিনা। এখান থেকেই পরে শুরু হয় বিপত্তি।
advertisement
advertisement
সবসময় প্রমাণ চাইবেন না। সঙ্গীকে বিশ্বাস করতে শিখুন। সংশয়, অবিশ্বাস কোনও সম্পর্কেই কাম্য নয়। এখান থেকেই পরবর্তীতে পিস্তানথ্রোফোবিয়া শুরু হয়। সোশ্যাল মিডিয়া দিয়ে কোনও মানুষকে বিচার করবেন না। কারণ সত্যি মিথ্যে সোশ্যাল মিডিয়া দিয়ে বোঝা যায় না। এছাড়াও অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার আপনাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দিতে পারে। অতিরিক্ত আশা কখনই রাখবেন না কারও প্রতি তাহলেই ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mental Health: সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না? সঙ্গীকেও সন্দেহ! কোন ভয়ঙ্কর রোগ বাসা বেঁধেছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement