Bankura News: লিচুর মতোই দেখতে! লিচু নয় এই ফল! রয়েছে হাজারও উপকারিতা, কোথায় পাবেন জেনে নিন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: বাঁকুড়ায় সফল লংগান ফল। থাইল্যান্ডের এই ফল লিচুর চেয়েও সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন।
advertisement
পাতলা খোসা ছাড়ালেই, লিচুর মত রসালো শাঁস। ভিতরে রয়েছে একটি বীজ। দুর্দান্তভাবে চাষ করছেন বাঁকুড়ার এক ফল চাষী।
advertisement
বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির পাটপুর গ্রামের ফলচাষী নিত্যানন্দ গড়াই চারটি লংগান ফলের গাছে পেয়েছেন দুর্দান্ত ফলন। একটি গাছে ফলন এসেছে ২০ কেজি।
advertisement
নিত্যানন্দ গড়াই জানান, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ফল ৫০০ থেকে ৬০০ টাকা কিলো দরে বিক্রি হয়। তিনি বাঁকুড়াতে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
advertisement
advertisement