Knowledge Story: তোলপাড় করা সেই প্রশ্নের উত্তর মিলল এবার, মুরগি আগে না ডিম আগে? জবাব দিলেন বিজ্ঞানীরা

Last Updated:

গবেষণা করেছেন Bristol University-র গবেষকেরা। তাঁরাও দিয়েছেন উত্তর।

মুরগি আগে না ডিম আগে? বিশ্বের সব থেকে রহস্যময় প্রশ্ন বোধহয় এটাই৷
মুরগি আগে না ডিম আগে? বিশ্বের সব থেকে রহস্যময় প্রশ্ন বোধহয় এটাই৷
ডিম আগে নাকি মুরগি’ এ নিয়ে জল্পনার শেষ নেই। কারও মনে হয়ে ডিম আগে তো কেউ বলবেন, উহু, মুরগিই আগে, তারপরেই তো ডিম! এই চিরকালীন বিতর্কের সমাধান হয়তো কেউই দিতে পারেনি। যদি কেউ বলেন ডিম আগে, তাহলে প্রশ্ন আসে ডিম এল কোথা থেকে? আবার কেউ যদি বলে মুরগি আগে, তাহলেও প্রশ্ন আসে, মুরগির জন্ম হল কথা থেকে? আর তাই ডিম না মুরগি, কে আগে পৃথিবীতে এসেছে, তা বের করতে গিয়ে মাথায় হাত আট থেকে আশির! অবশেষে এই ধাঁধার উত্তর মিলল। কিন্তু থেমে থাকেননি বিজ্ঞানী-গবেষকরা।
এই প্রশ্নের উত্তর খুঁজতে শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক দীর্ঘদিন গবেষণা করেছেন। আর দীর্ঘ গবেষণার পর শেষমেশ বিজ্ঞানীরা এর সঠিক উত্তর খুঁজে পেয়েছেন।
advertisement
গবেষণা করেছেন Bristol University-র গবেষকেরা। তাঁরাও দিয়েছেন উত্তর। তাঁরা জানিয়েছেন, মোড়গ-মুরগি প্রথম থেকে এমন ছিল না। তারা মানুষের মতোই বাচ্চার জন্ম দিত। ডিম দিত ডাইনোসরেরা। সুতরাং এতে প্রমাণ হয় যে মুরগি আগে থেকেই ছিল।
advertisement
গবেষণায় দেখা গিয়েছে, ডিমের খোসায় ওভোক্লিডিন নামে একটি প্রোটিন পাওয়া যায়। এটিই ডিমের খোসা তৈরির প্রধান উপাদান। আর এই প্রোটিন তৈরি হয় শুধুমাত্র মুরগির জরায়ুতে। তাই যতক্ষণ না মুরগির জরায়ু থেকে মেলা এই প্রোটিন ডিম তৈরিতে ব্যবহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত ডিম তৈরি হবে না।
advertisement
বিজ্ঞানীদের দাবি, ওই ডিম ফুটে যে বাচ্চা বেরিয়েছিল সেই নতুন প্রজাতির পাখিই আজকের আদি মুরগি। এরপর কয়েক হাজার বছর ধরে পৃথিবীতে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে মুরগির শরীরে বহু পরিবর্তন হয়েছে। সেই মুরগির সঙ্গে এখনকার মুরগির যদিও পার্থক্য অনেক।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Knowledge Story: তোলপাড় করা সেই প্রশ্নের উত্তর মিলল এবার, মুরগি আগে না ডিম আগে? জবাব দিলেন বিজ্ঞানীরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement