Weight Loss Tips: ওজন কমাতে এই পানীয়গুলো আদৌ পর্যাপ্ত? না কি ফল হচ্ছে উল্টো?

Last Updated:

অনেক পানীয় (Weight Loss Drinks) স্রেফ নামে চলে এবং আদতে তা ওজন কমাতে কোনও কাজে আসে না।

Image Credit: Shutterstock
Image Credit: Shutterstock
#কলকাতা: ওজন কমানোর জন্য আমরা অনেক কিছুই করে থাকে। ব্যায়াম, জিম, যোগ অভ্যাসের পাশাপাশি খাদ্যাভাসেও পরিবর্তন আনি। কম ক্যালোরি যুক্ত খাবার তো তালিকায় থাকেই, থাকে বিভিন্ন ধরনের পানীয়ও। অনেক পানীয়ই ওজন কমাতে সাহায্য করে, কিন্তু অনেক পানীয় (Weight Loss Drinks) স্রেফ নামে চলে এবং আদতে তা ওজন কমাতে কোনও কাজে আসে না (Weight Loss Tips)।
ওজন কমানোর ক্ষেত্রে যে পন্থাই অবলম্বন করা হোক না কেন, প্রথমেই এক্ষেত্রে মনে রাখতে হবে কোনও কিছু খেয়ে বা না খেয়ে পুরোপুরি ওজন কমানো সম্ভব নয় কখনওই। অনেক ক্ষেত্রে ওজন কমার বদলে এমন সময়ে ওজন বেড়ে যায় বা একই থেকে যায়।
advertisement
advertisement
জেনে নেওয়া যাক কোন কোন পানীয় ওজন কমাতে খাওয়া হলেও আদতে তা কোনও কাজ করে না -
আদা, মধু ও লেবুর জল
অনেকেই বলে থাকেন, খালি পেটে আদা, মধু ও লেবুর রস দিয়ে তৈরি সরবত খেলে ওজন কমে। কিন্তু আদতে এমন কোনও ম্যাজিক এই পানীয় খেলে হয় না। তবে, হ্যাঁ এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
advertisement
অ্যাপেল সাইডার ভিনিগার (ACV)
অনেকেরই ধারণা আছে অ্যাপেল সাইডার ভিনিগার ওজন খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলে এবং রোগা হতে সাহায্য করে। কিন্তু মাথায় রাখা ভালো, এই ভিনিগারের একাধিক অন্যান্য গুণ থাকলেও এটি ওজন কমাতে কোনও বিশেষ প্রভাব ফেলে না। তবে, এটি আমাদের খিদে কমিয়ে দিতে পারে এবং পেট অনেকটা সময় পর্যন্ত ভর্তি রাখতে পারে।
advertisement
গ্রিন টি
গ্রিন টি খেলে রোগা হয় এমন ধারণাও আছে। আদতে গ্রিন টি খুবই উপকার করে শরীরের এবং শরীর ভালো রাখে। রোজ খালি পেটে সাধারণ চায়ের বদলে গ্রিন টি খাওয়ার আছে অনেক উপকারিতা। কিন্তু এটি ওজন কমাতে তেমন একটা প্রভাব ফেলে না। গ্রিন টি খেলে যা হয়, তা হল মেটাবলিক রেট বেড়ে যায় এবং ওজন কমতেও পারে, ব্যস, এর বেশি আর কিছু নয়।
advertisement
স্মুদি
স্মুদি স্বাস্থ্যকর পানীয়। শরীরে একাধিক উপকার করে। কিন্তু এটিতে চিনি থাকায় ওজন কমানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই ওজন কমানোর পরিকল্পনা থাকলে স্মুদি না খেলেই ভালো হয়।
এনার্জি ড্রিঙ্কস
advertisement
এনার্জি ড্রিঙ্কে সোডা থাকে, সঙ্গে থাকে ক্যাফেইন। যা আমাদের এনার্জি বাড়ায়, কিন্তু শরীরে অন্যান্য ক্ষতি করতে পারে। এতে চিনি থাকায় তা ওজন কমাতে বাধা হয়ে দাঁড়াতে পারে।
জ্যুস
সবজি ও ফলের জ্যুস বানালে তা ফাইবারের পরিমাণ কমিয়ে দেয়। অনেক সময় রক্তে সুগারের পরিমাণও বাড়িয়ে দেয়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss Tips: ওজন কমাতে এই পানীয়গুলো আদৌ পর্যাপ্ত? না কি ফল হচ্ছে উল্টো?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement