Weight Loss Tips: উপোস করে ওজন কমানো? আগে কতটা নিরাপদ হচ্ছে জানুন...

Last Updated:

৪০ পার করা মহিলাদের জন্য কিছু নিয়ম মেনে চলা অপরিহার্য যদি তাঁরা উপোস করতে চান। (Weight Loss Tips)

Weight Loss Tips
Weight Loss Tips
#নয়াদিল্লি: একটানা উপোস করা এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ডায়েট ট্রেন্ডগুলির মধ্যে একটি। ফিটনেস উৎসাহী থেকে শুরু করে সেলিব্রেটি সকলেই এই জনপ্রিয় পদ্ধতি অনুসরণ করছেন। এর পোশাকি নাম ইন্টারমিটেন্ট ফাস্টিং। উপোসের এই পদ্ধতি নিরাপদ এবং এর বিশেষ কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু ৪০ পার করা মহিলাদের জন্য কিছু নিয়ম মেনে চলা অপরিহার্য যদি তাঁরা উপোস করতে চান।
একটানা উপোস করলে চল্লিশের পরে মহিলাদের কেন সতর্ক থাকতে হবে?
৩০ এবং ২০-র কোটায় যে মহিলাদের বয়স, তাঁদের তুলনায় ৪০-এর বেশি যাঁদের বয়স, সেই সব মহিলাদের একটানা উপোস করার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে। প্রথমত, তাঁদের বিপাকীয় ক্রিয়া ধীর গতির, কিছু ধরনের হরমোনজনিত সমস্যাও আছে। এমনকী তাঁদের স্ট্রেস লেভেলও অন্যদের তুলনায় কিছুটা বেশি হতে পারে। এই বিষয়গুলি মাথায় রেখে, ৪০ বছরের বেশি বয়সী মহিলাদের আরও ভালো ফলাফলের জন্য তাঁদের উপোস পদ্ধতিতে কিছু পরিবর্তন করতে হবে।
advertisement
advertisement
দীর্ঘ সময় ধরে উপোস করা
যদি সঠিকভাবে এবং দীর্ঘ সময় ধরে উপোস করা হয় তবেই সেটা কার্যকর হবে। যত বেশি উপবাস করা হবে, তত দ্রুত লক্ষ্যে পৌঁছনো যাবে। দীর্ঘ সময় ধরে উপোস রাখা শুরুতে কঠিন মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে তা অভ্যাস হয়ে যায়। ফিট থাকার জন্য প্রয়োজনীয় দৈনিক ক্যালোরির হিসাব রাখতে হবে। অল্প সময়ের জন্য উপোস রাখা উপকারী নয়।
advertisement
বেশি করে প্রোটিন খাওয়া
ডায়েট অনুসরণ করার সময় একাধিক কারণে প্রোটিন গ্রহণ অপরিহার্য। এটি কোষের বিল্ডিং ব্লক। প্রোটিন দীর্ঘ সময়ের জন্য পেট ভর্তি রাখতেও সাহায্য করে।
আর্দ্র থাকা
অনেকেই উপোসের সময় জল পান করতে ভুলে যান। জল শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করতে সাহায্য করে। উপোসের সময় পর্যাপ্ত জল পান না করা গুরুতর ডিহাইড্রেশনের দিকে পরিচালিত করে।
advertisement
পর্যাপ্ত ঘুম
ঠিক করে না ঘুমোলে উপোস করে কোনও লাভ হয় না। এতে ক্যালোরি গ্রহণ বেশি হয় এবং স্ট্রেস লেভেল বেড়ে যায়। সময়মতো বিছানায় যাওয়া, সময়মতো ঘুম থেকে ওঠা এবং স্বাস্থ্যকর জীবনধারার অভ্যাস করতে হবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss Tips: উপোস করে ওজন কমানো? আগে কতটা নিরাপদ হচ্ছে জানুন...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement