Health Tips: আপনি কি রান্নায় এই সসগুলি খুব ব্যবহার করেন? সময় থাকতে সাবধান! ডায়াবেটিস বাড়ছে না তো?

Last Updated:

আমাদের অজান্তেই রক্তচাপ ও রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয় এই সস ও মশলাগুলি। (Health Tips)

Health Tips
Health Tips
#নয়াদিল্লি: সস এবং মশলা বিস্বাদ খাবারকে সুস্বাদু ও গ্রহণযোগ্য করে তোলে। কিন্তু এগুলো একেবারেই স্বাস্থ্যকর নয়। কারণ আমাদের অজান্তেই রক্তচাপ ও রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয় এই সস ও মশলাগুলি। আরও বেশি চিন্তার বিষয় হল এই জাতীয় পণ্যের লেভেলে যে যে উপাদানগুলির কথা উল্লেখ করা থাকে সেগুলো সব সময় ঠিক হয় না। এখানে সেই সব সস এবং মশলাগুলির একটি তালিকা দেওয়া হল যাদের লুকানো উপাদানগুলি রক্তে শর্করার মাত্রাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে।
টম্যাটো কেচাপ
এই জাতীয় কেচাপে উচ্চ ফ্রুক্টোজযুক্ত কর্ন সিরাপ দেওয়া হয়। এই সিরাপ স্বাদে মিষ্টি এবং এতে প্রচুর পরিমাণে চিনি রয়েছে যা রক্তে চিনির মাত্রা বাড়াতে পারে। যদিও টম্যাটোতে প্রাকৃতিকভাবে লাইকোপেন নামক একটি অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে, কিন্তু কেচাপ তৈরির ক্ষেত্রে ভুট্টার চিনির উপস্থিতি লাইকোপিনের ভালো গুণকে ছাপিয়ে যায়।
advertisement
advertisement
ক্রিমযুক্ত স্যালাড ড্রেসিং
এই সুস্বাদু ড্রেসিংগুলিতে চিনি, স্টার্চি কর্ন সিরাপ, সোডিয়াম, প্রিজারভেটিভ এবং স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। আরও উদ্বেগের বিষয় হল এই যে এরকম ক্রিমযুক্ত ড্রেসিংয়ে রাসায়নিক প্রিজারভেটিভ যুক্ত করা হয়, যা বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। ক্রিম ড্রেসিং-এর মাত্র দুই চামচেই প্রায় ১৪৫ ক্যালোরি, ৩২৮ ক্যালোরি সোডিয়াম, ১৫ গ্রাম ফ্যাট থাকে যা বেশ অস্বাস্থ্যকর।
advertisement
সয়া সস
এই সস তাৎক্ষণিকভাবে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। যা এটিকে কিছুটা কম-ক্যালোরি বিকল্প করে তোলে। সয়া সসের এক টেবিল চামচে প্রায় ১০০০ মিলিগ্রাম সোডিয়াম থাকে, যা রক্তচাপের মাত্রা বাড়াতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উদ্বেগের বিষয় হতে পারে কারণ এটি হৃদরোগের কারণ হতে পারে এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও বাড়াতে পারে।
advertisement
ইতালীয় বালসামিক বা ভিনিগার
বেশিরভাগ বাণিজ্যিকভাবে তৈরি ড্রেসিংয়ে কর্ন সিরাপ, চিনি, উদ্ভিজ্জ তেল যোগ করা হয়। জনপ্রিয় এই ভিনিগার ড্রেসিং-এ প্রায় ১০০ ক্যালোরি, ১৫০০ মিলিগ্রাম সোডিয়াম এবং ৩ গ্রাম চিনি রয়েছে, যা প্রায় ৬৫% নুনের সমান, তাই এই ড্রেসিংটির মাত্র দুই টেবিল চামচই ক্ষতি করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: আপনি কি রান্নায় এই সসগুলি খুব ব্যবহার করেন? সময় থাকতে সাবধান! ডায়াবেটিস বাড়ছে না তো?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement