Weight Loss Laddu: এই নাড়ু খেলেই কমবে ওজন! বাড়িতেই বানিয়ে ফেলুন, খুব সহজে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
এমন নাড়ুও আছে যা খেলে ওজন বাড়বে না, বরং কমবে৷
বাঙালির উৎসব অনুষ্ঠান জুড়ে থাকে একটি মিষ্টি নাড়ু৷ তবে নাড়ু খেতে মন চাইলেও, মিষ্টি খেয়ে ওজন বাড়ে যাওয়ার ভয়ে অনেকেই খেতে পারেন না৷ তবে জানেন কি এমন নাড়ুও আছে যা খেলে ওজন বাড়বে না, বরং কমবে৷ শুনতে অবাক লাগলেও এই নাড়ুর বিশেষ গুণের কথা স্বীকার করে নিয়েছেন চিকিৎসকরাও৷
কমছে তাপমাত্রার পারদ৷ আবার চলছে উৎসবের মরশুম৷ শীতে ওজন কমাতে চাইলে বেছে নিতে পারেন এই বিশেষ নাড়ু৷ তবে এটি সাধারণ নাড়ুর চেয়ে একটু আলাদা৷ এটি হল বাজরার নাড়ু৷ রিমস হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান জে কে মিত্র জানালেন কেন বাজরার নাড়ু ওজন কমাতে সক্ষম৷
advertisement
advertisement
ডা: মিত্রর মতে, বাজরাতে উচ্চমাত্রার ফাইবার থাকে। এই ফাইবারের কারণে পেট অনেকক্ষণ ভরতি অনুভব হয়৷ ফলে, একটা বাজরার নাড়ু খেলেই অনেকক্ষণ খিদে পাওয়ার সম্বাবনা নেই৷ তাই ওজন কমাতে বেছে নিন বাজরার নাড়ু৷
এছাড়াও এতে ভিটামিন এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কীভাবে বানাবেন বাজরার নাড়ু? জেনে নিন রেসিপি৷
advertisement
বাজরার নাড়ু বানানো খুবই সহজ। প্রথমে বাজরা ভাল করে পিষে নিতে হবে। পিষে নেওয়ার পর দুই চামচ ঘি দিয়ে ভালো করে ভাজতে হবে। হালকা বাদামী হয়ে গেলে তাতে শুকনো ফল, খেজুর, গুড় ও কিছু ঘি দিয়ে ভাল করে মিশিয়ে গোল আকৃতির নাড়ু তৈরি করেন। অত্যন্ত সুস্বাদু এই নাড়ুর মিষ্টি মুখের পাশাপাশি স্বাস্থ্যেরও খেয়াল রাখবে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 7:49 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss Laddu: এই নাড়ু খেলেই কমবে ওজন! বাড়িতেই বানিয়ে ফেলুন, খুব সহজে