Weight Loss : লক্ষ্য ওজন ঝরানো? কার্ডিও এক্সারসাইজ সঠিক পথ তো?

Last Updated:

Weight Loss : কী কী অসুবিধা ও ঝুঁকি থাকতে পারে সেই বিষয়ে এখানে আলোচনা করা হল।

File photo
File photo
#নয়াদিল্লি: সাইকেলিং থেকে শুরু করে ট্রেডমিলে হাঁটা, সাঁতার বা আরও বিভিন্ন ধরনের কার্ডিও সাধারণত সবাই রোজ করে থাকে। মেদ কমানোর জন্য ও টোনড বডির জন্য এইগুলি সবথেকে কার্যকরী বলে মনে করা হয়ে থাকে। কিন্তু এই কার্ডিওগুলো কি আদৌ শরীরের জন্য ভালো? সেই খোঁজটা আগে নেওয়া দরকার। কী কী অসুবিধা ও ঝুঁকি থাকতে পারে সেই বিষয়ে এখানে আলোচনা করা হল।
বুঝে দৌড়ানো
ট্রেডমিলে বা এমনি যখন দৌড়ানো বা হাঁটা হয় তখন অনেক ক্যালোরি ঝরে ঠিকই। যেমন এক ঘণ্টা সঠিক গতিতে দৌড়লে প্রায় ৩০০ থেকে ৫০০ ক্যালোরি ঝরতে পারে। কিন্তু সেই সময় শরীরে যে স্ট্রেস তৈরি হয় তা শরীরের জন্য খারাপ। অতিরিক্ত স্ট্রেস থেকে হতে পারে ডায়াবেটিস বা অন্য কোন রোগও। তার থেকে রোজ সকালে বা সারাদিনে পরিমাপ বুঝে কম ক্যালোরি যুক্ত খাবার খেলে লাভ বেশি।
advertisement
ঘুম হলে মেদ ঝরবে
advertisement
কার্ডিও অবশ্যই মেদ ঝরার জন্য একেবারে উপযোগী একটি উপায়। কিন্তু অতিরিক্ত কার্ডিও করে যাওয়া হল অথচ বাকি নিয়মগুলো মানা হল না তাহলে কিন্তু এটা সম্ভব নয়। তাই কার্ডিওর সঙ্গে সঙ্গেই মেনে চলতে হবে সঠিক ডায়েট এবং ঘুমাতে হবে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা। তাতেই ঝরবে মেদ এবং শরীর থাকবে সুস্থ।
advertisement
সময় বুঝে
বেশি সময় ধরে এক্সারসাইজ করলেই যে বেশি মেদ ঝরবে এটা ভুল ধারণা। কোন কিছুই বেশি ভালো না। তাই কার্ডিও করতে হলে সেটা একটা সঠিক সময় বুঝে করতে হবে। অতিরিক্ত এক্সারসাইজ বাড়ায় স্ট্রেস এবং তা থেকে হতে পারে হাইপোথাইরয়েডিজম। এতে হতে পারে ডিপ্রেশন এবং তা হজম শক্তিও কমাতে পারে।
advertisement
ধীর-স্থির
মেদ ঝরানোর কোনও তাড়া থাকলে চলবে না। ধীরে সুস্থে সময় নিয়ে মেদ ঝরাতে হবে। তাতে শরীরে কোনও অন্যরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। ধীরে ধীরে সময় নিয়ে শরীরের মেদ ঝরালে তবেই তা শরীরকে আরও সুস্থ করে তোলে। কোনও জিনিস তাড়াহুড়ো করে করতে গেলে তাতে সমস্যা দেখা যাবেই। তাই যতটা দরকার ঠিক ততটাই কার্ডিও করতে হবে।
advertisement
রোজকার কার্ডিও
কার্ডিও এমন একটা জিনিস যেটা রোজ করলে তবেই এনার্জি পাওয়া যায়। কিন্তু কোনও একদিন বা দু'দিন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আবার যে-কে সেই হয়ে যাবে। নতুন করে এনার্জি ফিরিয়ে আনতে কষ্ট করতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss : লক্ষ্য ওজন ঝরানো? কার্ডিও এক্সারসাইজ সঠিক পথ তো?
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement