Weight Loss : রাতে শোওয়ার আগে এই ব্যায়ামগুলো করুন, মেদ ঝরবে ম্যাজিকের মতো!

Last Updated:

Weight Loss : পেটের চর্বি ঝরাতে এবং অতিরিক্ত ওজন কমাতে রাতে শোওয়ার আগে কয়েকটি ব্যায়াম করার পরামর্শ দেন চিকিৎসকরা।

 নিয়মিত ব্যায়াম জীবনের গুণমান বাড়িয়ে দেয়
নিয়মিত ব্যায়াম জীবনের গুণমান বাড়িয়ে দেয়
শুয়ে-বসে না কাটিয়ে শারীরিকভাবে সক্রিয় হলেই সামগ্রিক স্বাস্থ্য ভাল থাকে। নিয়মিত ব্যায়াম জীবনের গুণমান বাড়িয়ে দেয়। কার্ডিওভাসকুলার সিস্টেমের উন্নতি থেকে ভালো ঘুম এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
এসব ছাড়াও আরও একটা উপকার পাওয়া যায়। সেটা হল নিয়মিত ব্যায়াম করলে ওজন কমে। তবে এজন্য সঠিক ওয়ার্কআউট রুটিন বেছে নেওয়াটা জরুরি। পেটের চর্বি ঝরাতে এবং অতিরিক্ত ওজন কমাতে রাতে শোওয়ার আগে কয়েকটি ব্যায়াম করার পরামর্শ দেন চিকিৎসকরা।
স্কোয়াটস: দু’পা কিছুটা ফাঁক করে দাঁড়াতে হবে। হাত থাকবে কাঁধ বরাবর সোজা। এবার কোমর সোজা রেখে হাঁটু ভাঁজ করে বসতে হবে। একই সময় কনুই ভাঁজ করে হাত আনতে হবে বুকের সামনে। এবার এখান থেকে ফিরে যেতে হবে আগের জায়গায়। একসঙ্গে ১০ থেকে ১৫টা স্কোয়াট করা যায়।
advertisement
advertisement
প্ল্যাঙ্কস: প্রথমে পুশ আপের ভঙ্গিমায় যেতে হবে। তবে হাত নয়, শরীরের ভর থাকবে কনুই এবং হাতের উপর। এবার দু’পা জুড়ে মাথা থেকে গোটা শরীরকে টানটান রাখতে হবে। এভাবে যতক্ষণ সম্ভব এই অবস্থানে থাকতে হবে।
advertisement
কার্টসি লাঞ্জ: দু পা ফাঁক করে দাঁড়াতে হবে। এবার ডান পাকে পিছনের দিকে কোনাকুনি টানতে হবে। যাতে একটা ক্রস তৈরি হয়। এবার বসতে হবে। এতে সামনের পা কিছুটা বাঁকা অবস্থায় থাকবে। পিছনের পায়ের হাঁটু ঠেকে থাকবে মাটিতে। এবার অন্য পাকেও একইভাবে কোনাকুনি টেনে বসতে হবে। এই সময় হাত রাখতে হবে কোমরে।
advertisement
আরও পড়ুন : বর্ষায় উজ্জ্বলতা হারাচ্ছে আপনার সাদা পোশাক? ধবধবে ভাব ধরে রাখুন এই উপায়ে
হাঁটু পুশ আপ: প্রথমে পুশ আপের ভঙ্গিমায় আসতে হবে। তবে পা সোজা নয়, দুটো হাঁটু মাটিতে ঠেকে থাকবে। পায়ের বাকি অংশ থাকবে শূন্যে। এবার দুহাত ফাঁক করে যেভাবে পুশ আপ দেওয়া হয় সেভাবে বুককে মেঝের কাছে এনে আবার উপরে তুলতে হবে।
advertisement
আরও পড়ুন :  বর্ষায় দু’ চাকার গাড়ি চালান? দুর্ঘটনা এড়িয়ে নিরাপদ থাকতে মেনে চলুন এই নিয়মগুলি
গ্লুট ব্রিজ: চিত হয়ে শুয়ে পড়তে হবে। দুপা নিয়ে আসতে হবে কোমরের কাছে। হাত শরীরের সঙ্গে লেগে থাকবে। এবার পায়ের উপর ভর দিয়ে কোমর এবং নিতম্বকে তুলতে হবে উপরের দিকে, যতক্ষণ না হাঁটু, নিতম্ব এবং কাঁধ একটি সরলরেখা তৈরি করে। এভাবে কিছুক্ষণ রেখে ধীরে ধীরে কোমর নামিয়ে নিতে হবে।
advertisement
শেষে অল্প কয়েকটি স্ট্রেচিং: কয়েকটা স্ট্রেচিং দিয়ে শেষ করতে হবে ওয়ার্কআউট। এটা পেশিগুলিকে শিথিল এবং শরীরকে শীতল করতে সাহায্য করে। হৃদস্পন্দন স্বাভাবিক না হওয়া পর্যন্ত গভীরভাবে শ্বাস নেওয়া বা হাঁটাহাটিও করা যায়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss : রাতে শোওয়ার আগে এই ব্যায়ামগুলো করুন, মেদ ঝরবে ম্যাজিকের মতো!
Next Article
advertisement
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী
  • আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

VIEW MORE
advertisement
advertisement