Weekend Tour: পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝরণা, যেন উপচে পড়া যৌবন, এখানে এলে মাস্ট ঘুরে দেখুন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Weekend Tour: অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসার প্ল্যান করছেন , অতি অবশ্যই তালিকায় রাখুন এই জায়গা!
বাঁকুড়া : রাজ্যের পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম পুরুলিয়া। লাল মাটির এই জেলার অপরূপ সৌন্দর্যে মোহিত পর্যটকেরা। ঋতু পরিবর্তনের সঙ্গে, সঙ্গে রূপ পরিবর্তন হয় সুন্দরী অযোধ্যার। কম-বেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা অযোধ্যার পাদদেশে হয়ে থাকলেও শীতের মরশুমে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায়।
এ বছরও তার কিছু ব্যতিক্রম হচ্ছে না। সুন্দরী অযোধ্যায় দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকেরা। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অন্যান্য পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম বামনি ফলস। পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকেরা অতি অবশ্যই ঢু মারেন এই বামনি ফলসে। এর অপরূপ সুন্দর দৃশ্য মন কেড়ে নেয় পর্যটকদের।
advertisement
advertisement
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বামনি ফলসে আসা পর্যটকেরা বলেন , পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর একটি জায়গা রয়েছে সেটা অনেকেই কল্পনা করতে পারে না। পাহাড়, নদী, ঝর্ণারসংমিশ্রণে একেবারেই পরিপূর্ণ পুরুলিয়া জেলা। পুরুলিয়ার সৌন্দর্যের টানে বারবার তারা ছুটে আসেন। অনেক কিছুই পরিবর্তন হয়েছে বামনি ফলসে। পর্যটকদের সুবিধার্থে ছোট ছোট সিঁড়ি করা হয়েছে এতে পর্যটকরা অনেকটাই সুষ্ঠুভাবে ঘুরে দেখতে পারছেন বামনি ফলস। ফটোসেশনের জন্য আদর্শ জায়গা এটি।
advertisement
পুরুলিয়া জেলার আনাচে-কানাচে রয়েছে নানান ঐতিহ্যের সম্ভার। তবে সুন্দরী অযোধ্যার অপরূপ দৃশ্য পর্যটকদের মনে অন্যরকম দাগ কাটে। আর অযোধ্যা পাহাড়ের অন্যতম আকর্ষণ বামনি ফলস। পশ্চিমবঙ্গের এই প্রত্যন্ত জেলা পুরুলিয়ার এই বামনি ফলস পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাই একবার হলেও এখানে ঢু মেরে যাচ্ছেন পর্যটকেরা।
Sharmistha Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 2:16 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Tour: পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝরণা, যেন উপচে পড়া যৌবন, এখানে এলে মাস্ট ঘুরে দেখুন