#বেঙ্গালুরু: বিবাহ- বিশেষ এক বন্ধন ৷ বাবা-মা-ভাই-বোন এই সম্পর্কগুলি জন্মসূত্রে পায় মানুষ ৷ আর তারপর জীবনে চলার পথে আসে বন্ধুরা ৷ তবে এই বন্ধুদের মধ্যে সবচেয়ে যিনি গুরুত্বপূ্র্ণ তিনি জীবনসঙ্গী ৷ মহিলাদের ক্ষেত্রে তাঁর জীবনসঙ্গী আর পুরুষদের ক্ষেত্রে তাঁদের জীবনসঙ্গী পুরো জীবনটাই একসঙ্গে কাটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে আবদ্ধ হন বিবাহবন্ধনে ৷
তথাকথিত বা প্রচলিত রীতি অনুযায়ি অনেক সময়েই বিয়ের ক্ষেত্রে পাত্র -পাত্রী গুণ, অর্থনৈতিক অবস্থার পাশাপাশি জোর দেওয়া হয় তাদের কীরকম দেখতে সেই বিষয়ে ৷ কিন্তু যার সঙ্গে জীবন কাটাতে হবে তার মনটাই যে সবচেয়ে বড় সম্পদ সেটা অনেক সময়েই গুরুত্ব দেওয়া হয় না ৷ তবে সম্প্রতি যে টিকটক ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে একজন বর যিনি দক্ষিণী সাজে রয়েছেন তার স্ত্রীও রয়েছেন দক্ষিণী সাজেই ৷ মহিলার পরণে লাল বেনারসি, তিনি সারা গায়ে অলঙ্কার পরে রয়েছেন ৷ লম্বা বিনুনিতে রয়েছে তাদের প্রচলিত রীতি অনুযায়ি মালা ৷ মহিলা সামাণ্য স্থূলকায়া এটা ভিডিওতে প্রথমেই চোখে পড়বে ৷ কিন্তু এরপর যেভাবে ভিডিও এগিয়েছে তাতে সদ্য বিবাহিতদের মুগ্ধতা বাকি সবকিছুকে ম্লান করে দিয়েছে ৷ কখনও নব দম্পতি একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন , কখনও আবার স্ত্রী স্বামীকে আবার কখনো স্বামীকে চুমু খাচ্ছেন ৷ বুলাবো রে গানের তালে এই দম্পতি আবেগমাখা মুহূর্ত সুপার ভাইরাল ৷
ভিডিওটি আপলোড হয়েছে বিশাল সার্ভিয়া নামের টিকটক হ্যান্ডেল থেকে ৷ আর এই প্রেমের ভিডিও কয়েক লক্ষ ভিউ ও কয়েক লক্ষ লাইক পেয়েছে ৷ দেখে নিন সেই Viral Tiktok Video ৷@vishal_sarvaiya_1111bolavo re bolavo Mara ajay bhai NE bolavo #SeekDontHide #jadsedardkomitao #virel #comedychallenge #tiktok #123challenge #shivamsingh_rajput♬ original sound - Om Baraiya
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TikTok Video, Viral Video, টিকটক ভিডিও, ভাইরাল ভিডিও