#Viral: গিন্নি ভাঙলেন লক্ষ্মীর ভাঁড়, বেরোল তাড়া তাড়া ২০০০ ও ৫০০ টাকার নোট, মুহূর্তে ভাইরাল Tiktok ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
চমকে উঠবেন কিন্তু শেষ অবধি দেখলে...
#কলকাতা: ভাইরাল ভিডিও-র যুগ ভাই, ভাইরাল ভিডিও-র যুগ৷ যা হোক করেই ভিডিওকে ভাইরাল করতেই হবে ৷ এবার সোশ্যাল মিডিয়ায় ধুম মাচাচ্ছে একটি Tiktok ভিডিও ৷ অর্থের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন ৷ আর সেই সূত্রেই সুপারহিট এই নয়া ভিডিও ৷ যা মুহূর্ত নেয়নি ভিডিওটি ভাইরাল হতে ৷
নেহা নামের Tiktok হ্যান্ডেল থেকে ভিডিওটি আপলোড হয়েছে ৷ ভিডিওটি লাইক পেয়েছে ২৮ লক্ষ ৷ মানুষ চিরকালই অর্থ সঞ্চয় করে ৷ অনেকক্ষেত্রেই এই সঞ্চয়ের গুরুভারটি দেওয়া থাকে বাড়ির মহিলাদের হাতে ৷ যেখানে গৃহলক্ষ্মীরা নিজেদের একটি একটি করে টাকা জমিয়ে রাখেন খারাপ সময়ের জন্য ৷ সেই তিল তিল পুঁজিই একসময় বড় একটা অংশ হয়ে ওঠে ৷ এরকমই বিষয় দেখা যাচ্ছে এই ভিডিওতে ৷
advertisement
আরও পড়ুন - মারাত্মক, করোনা ভাইরাস থেকে বাঁচতে নিজেদের মুখ প্লাস্টিক দিয়ে ঢাকলেন প্লেন যাত্রী! দেখুন Viral Video
advertisement
এই ভিডিও-র পিছনে বাজছে তিরঙ্গা ছবির গান ‘ইয়ে রইসি খানদানি ’ গানটি ৷ আর সামনে দেখা যাচ্ছে ভাঁড় ভাঙা হচ্ছে ৷ ভাঙছেন হাতে সুহাগচুড়ি পরা মহিলা ৷ বড় একটা হামানদিস্তা নিয়ে ভাঙা হল ভাঁড়টি ৷ তারপর আর কী -ভিতরে ভর্তি তাড়া তাড়া নোট ৷ আর সে নোট যে সে নোট নয় প্রতিটিই হয় দু হাজার টাকা নয় পাঁচশো টাকার ৷ নিজের সঞ্চয়ের স্কিলকে মোটিভেট করতে এভাবেই সঞ্চয় শুরু করতে পারেন ঘরের বউরা ৷ দেখে নিন দুরন্ত গতিত Viral Tiktok Video ৷
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2020 9:22 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral: গিন্নি ভাঙলেন লক্ষ্মীর ভাঁড়, বেরোল তাড়া তাড়া ২০০০ ও ৫০০ টাকার নোট, মুহূর্তে ভাইরাল Tiktok ভিডিও