#Viral: গিন্নি ভাঙলেন লক্ষ্মীর ভাঁড়, বেরোল তাড়া তাড়া ২০০০ ও ৫০০ টাকার নোট, মুহূর্তে ভাইরাল Tiktok ভিডিও

Last Updated:

চমকে উঠবেন কিন্তু শেষ অবধি দেখলে...

#কলকাতা:  ভাইরাল ভিডিও-র যুগ ভাই, ভাইরাল ভিডিও-র যুগ৷ যা হোক করেই ভিডিওকে ভাইরাল করতেই হবে ৷ এবার সোশ্যাল মিডিয়ায় ধুম মাচাচ্ছে একটি Tiktok ভিডিও ৷ অর্থের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন ৷ আর সেই সূত্রেই সুপারহিট এই নয়া ভিডিও ৷ যা মুহূর্ত নেয়নি ভিডিওটি ভাইরাল হতে ৷
নেহা নামের Tiktok হ্যান্ডেল থেকে ভিডিওটি আপলোড হয়েছে ৷ ভিডিওটি লাইক পেয়েছে ২৮ লক্ষ ৷  মানুষ চিরকালই অর্থ সঞ্চয় করে ৷ অনেকক্ষেত্রেই এই সঞ্চয়ের গুরুভারটি দেওয়া থাকে বাড়ির মহিলাদের হাতে ৷ যেখানে গৃহলক্ষ্মীরা নিজেদের একটি একটি করে টাকা জমিয়ে রাখেন খারাপ সময়ের জন্য ৷ সেই তিল তিল পুঁজিই একসময় বড় একটা অংশ হয়ে ওঠে ৷ এরকমই বিষয় দেখা যাচ্ছে এই ভিডিওতে ৷
advertisement
advertisement
এই ভিডিও-র পিছনে বাজছে তিরঙ্গা ছবির গান ‘ইয়ে রইসি খানদানি ’ গানটি ৷ আর সামনে দেখা যাচ্ছে ভাঁড় ভাঙা হচ্ছে ৷ ভাঙছেন হাতে সুহাগচুড়ি পরা মহিলা ৷ বড় একটা হামানদিস্তা নিয়ে ভাঙা হল ভাঁড়টি ৷ তারপর আর কী -ভিতরে ভর্তি তাড়া তাড়া নোট ৷ আর সে নোট যে সে নোট নয় প্রতিটিই হয় দু হাজার টাকা নয় পাঁচশো টাকার ৷ নিজের সঞ্চয়ের স্কিলকে মোটিভেট করতে এভাবেই সঞ্চয় শুরু করতে পারেন ঘরের বউরা ৷ দেখে নিন দুরন্ত গতিত Viral Tiktok Video ৷
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral: গিন্নি ভাঙলেন লক্ষ্মীর ভাঁড়, বেরোল তাড়া তাড়া ২০০০ ও ৫০০ টাকার নোট, মুহূর্তে ভাইরাল Tiktok ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement