Viral Wedding Video|| Groom Crying: হাউ হাউ করে ছাদনাতলায় কাঁদলেন বর! কী এমন করে বসলেন কনে? তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video || Viral Groom Crying: মণ্ডপে অঝোরে কেঁদে ফেললেন হবু বর। কারণ শুনলে চমকে যাবেন।

Viral Wedding Video
Representative Image
Viral Wedding Video Representative Image
ভাইরাল ভিডিও : ভারতীয় বিবাহগুলি সাধারণত খুব ঘটনাবহুল হয়ে থাকে। এই বিয়েতে বর, কনে, বরের বাড়ি, কনের বাড়ি মিলিয়ে প্রচুর মানুষের নানা অনুভূতি ঘিরে থাকে। থাকে অনেক আচার-অনুষ্ঠান ও রীতি রেওয়াজ। যেসব নিয়ে হইচইতে মেতে ওঠে সবাই। তবে কখনও কখনও এমনও ঘটনা ঘটে যা চোখে জল এনে দেয়।
সাধারণত বলা হয় যে পুরুষদের তুলনায় অনেক বেশি নারী তাদের আবেগ বেশি ভালোভাবে প্রকাশ করেন। এই একটি বিষয়ে মহিলারা বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত হন। যাইহোক, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পুরুষরাও তাঁদের আবেগ প্রকাশ করতে শুরু করেছেন, খুশি হোক বা দুঃখ হোক। এই নতুন বিয়ের ভিডিও তার জীবন্ত প্রমাণ।
advertisement
advertisement
এমন হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা লিখেছেন কনে...
ভাইরাল এই ভিডিওতে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত দেখানো হয়েছে। যেখানে বরকে বিয়ের সাত পাকে বাঁধা পড়ার আগেই বিয়ের মণ্ডপে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় আচমকা। ক্লিপটিতে, বিয়ের বরকে ফোনের হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তে দেখা যায়। অন্যদিকে সেই সময় কনে তার দিকে আবেগঘন চোখে তাকাচ্ছেন এমনটাও দেখা যায় ভিডিওতে।
advertisement
বরকে তার ফোন থেকে কনের হাত ধরে তাঁর প্রতিজ্ঞা পাঠ করতে দেখা যায়। শুধু তাই নয় বিয়ের এই শপথবাক্য পাঠ করার সময় বর আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কনে তাকে শান্ত করার চেষ্টা করছেন এমনটাও দেখা যায়। এরইমধ্যে পরিবারের এক সদস্যকে বরের চোখের জল মোছার জন্য একটি টিস্যুও এগিয়ে দিতে দেখা যায়।
advertisement
advertisement
ভিডিওর শেষে, বর তার শপথ বাক্য পাঠ করার পরে কনেকে চুম্বন করেন। ভিডিও ক্লিপটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে উইটি_ওয়েডিং নামের একটি পেজ। পোস্টটি ভাইরাল হওয়ার পর, ক্লিপটি প্রায় এক লাখ ভিউ পেয়েছে, যেখানে তিন হাজারের বেশি লাইক এসেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, "মানুষ বিয়ের কথা ভুলে যেতে পারে কিন্তু স্মরণীয় মুহূর্ত বোধহয় কখনই ভুলতে পারে না।"
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Wedding Video|| Groom Crying: হাউ হাউ করে ছাদনাতলায় কাঁদলেন বর! কী এমন করে বসলেন কনে? তুমুল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement