ভাইরাল ভিডিও: ছেলেবেলায় এই গল্প শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রায় সকলেই শৈশবে কোনও না কোনও সময় কারও না কারও কাছে শুনেছি এই কাহিনি। এটাই সেই গল্প যেখানে একটি তৃষ্ণার্ত কাক জলের জন্য কাতরভাবে উড়তে উড়তে ক্লান্ত হয়ে একটি কলসিতে কিছু জল দেখতে পায় আচমকা।
কিন্তু সমস্যা হল কিছুতেই ঠোঁট সেখানে পৌঁছতে পারে না। এর পরেই অবাক কাণ্ড করে বসে সেই বুদ্ধিমান কাক। আশ্চর্য বুদ্ধিমত্তা দিয়ে এমন কাণ্ড করে বসে যাতে জল কলসির উপরের দিকে উঠে আসে আর কাকের তৃষ্ণা মেটায়।
কাকটি সেই গল্পে এমন কিছু করেছিল যাতে কলসির তলায় থাকা জল সহজেই তার মুখ পর্যন্ত এসে পৌঁছে যায়। এবার ভাইরাল ভিডিওতে এমনই কাণ্ড করে সবাইকে তাক লাগিয়ে দিলেন এক কাক মশাই। ভিডিওতে একটি বোতলের পাশে বসে থাকতে দেখা যায় একটি কাককে। সেই বোতলে জল ছিল কিন্তু তা জলে পুরোপুরি ভর্তি ছিল না। এই বোতলের পাশে কিছু নুড়ি ও পাথরও পড়ে ছিল। কাকটি প্রথমে সেই বোতল থেকে জল খাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় কারণ এর ঠোঁট জল পর্যন্ত পৌঁছতে পারে না। এরপরেই চমক। বুদ্ধিমান কাকটি গল্পের কাকের মতোই পরে এমন কিছু করে বসে যা দেখে সবাই তাজ্জব হয়ে যায়। ভিডিওটি দারুণ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
Smart crow pic.twitter.com/wotX2o6if8
— Tansu YEĞEN (@TansuYegen) April 1, 2023
ভিডিওতে ওই কাকটি বোতলের পাশে পড়ে থাকা নুড়িগুলি তার ঠোঁটে ঢেলে দিতে থাকে এবং তারপর ধীরে ধীরে জল উপরে উঠে আসে। জল এতটাই উপরে উঠে এসেছিল এর ফলে যে কাকটি সহজেই তার ঠোঁটের নাগালে পেয়ে যায় ওই জল। এই ভিডিওটি ঠিক সেই ছোটবেলায় শোনা গল্পেরই বাস্তব রূপান্তর বলেই মনে হয় নেটিজেনদেরও।
সম্প্রতি এই ভিডিও ভাইরাল হলে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, এই গল্পটি নিয়ে অতীতেও বেশ কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছে। অন্যদিকে, এক নেটনাগরিকের দাবি, এটি একটি ট্রেইন্ড কাক এবং এই কাকটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর পর এই ভিডিও চিত্রায়িত হয়েছে। এই মুহূর্তে যাই হোক না কেন, বিষয়টি নিশ্চিত নয়। তবে এই অসাধারণ ভিডিওটি অবশ্যই ভাইরাল হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crow, Viral Video