Viral Video: এটা সোনার নেকলেসের লকেট না ডিনার প্লেট! সোশ্যাল মিডিয়ায় চরম নিন্দিত কনে এবং তাঁর মেক আপ শিল্পী

Last Updated:

Viral Video:মজা করে নেটিজেনরা বলছেন, কনের নেকলেসের লকেটে আকারে হার মানায় ডিনার প্লেটকেও। এতটাই বড়, যে এক ট্রে খাবার সেখানে ধরে যাবে।

তাঁর  গয়না ও মেক আপ দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ
তাঁর  গয়না ও মেক আপ দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ
আক্ষরিক অর্থেই সোনার দাম আকাশছোঁয়া। সেখানে আপাদমস্তক সোনায় মুড়ে সমাজমাধ্যমে তীব্র নিন্দিত নবকনে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। ভিডিও শেয়ার করেছেন দিল্লির পেশাদার হেয়ার এবং মেকআপ শিল্পী গগন ননী। ভিডিওতে দেখা যাচ্ছে ভারী জরির কাজের লেহঙ্গার সঙ্গে প্রচুর গয়না পরে দাঁড়িয়ে আছেন বিয়ের কনে। তাঁর সাজের অঙ্গ চড়া মেকআপ। তাঁর  গয়না ও মেক আপ দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ।
মজা করে নেটিজেনরা বলছেন, কনের নেকলেসের লকেটে আকারে হার মানায় ডিনার প্লেটকেও। এতটাই বড়, যে এক ট্রে খাবার সেখানে ধরে যাবে। বিয়ের অনুষ্ঠানে ভারী সোনার গয়না পরার চল থাকলেও এই ভাইরাল ছবি কিন্তু সোনার গয়নার জন্যই সমালোচিত। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন চড়া মেক আপ নিয়েও।
advertisement
advertisement
advertisement
শেষ পর্যন্ত এমনই নিন্দার ঝড় ওঠে, ওই মেক আপ শিল্পী কমেন্ট সেকশন নিষ্ক্রিয় করে দেন। এখন চেষ্টা করলেও পুরনো মন্তব্য আর পড়া যাবে না। তবে এই ছবিটাই এখনও পর্যন্ত তাঁর অ্যাকাউন্টে ভিউজ ছাপিয়েছে ৪৮ লক্ষ। ১ লক্ষ ১৪ হাজার লাইক পেয়ে এটাই তাঁর পেজে সবথেকে জনপ্রিয় ভিডিও।
এর আগেও তিনি অনেক বার ওয়েডিং ভিডিও, ব্রাইডাল রিল শেয়ার করেছেন। কিন্তু কোনওটাই এত বেশি ভিউজ পায়নি। আবার এতটা সমালোচিতও হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: এটা সোনার নেকলেসের লকেট না ডিনার প্লেট! সোশ্যাল মিডিয়ায় চরম নিন্দিত কনে এবং তাঁর মেক আপ শিল্পী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement