Viral Video: ১০ বছর ধরে শুধু ঘাস, পাতা ও কাঠ খেয়েই দিব্যি বেঁচে এই ব্যক্তি ! ভিডিও ভাইরাল

Last Updated:

Madhya Pradesh man eats leaves for 10 years: এই খাবার দিনের পর দিন খেয়ে কীভাবে বেঁচে রয়েছেন ভুরা যাদব, তা ভেবেই অবাক হচ্ছেন প্রত্যেকে !

Bhura Yadav Shahdol
Bhura Yadav Shahdol
ভোপাল:  অধিকাংশ মানুষের প্রতিদিনকার খাদ্যের তালিকাতেই থাকে ভাত, রুটি এবং শাক-সবজি ৷ এটাই স্বাভাবিক ৷ কিন্তু কখনও শুনেছেন ভাত-রুটি, সবজি বা মাছ-মাংসের বদলে কেউ প্রতিদিন ঘাস, পাতা এবং কাঠ খাচ্ছেন (Grass and Leaves) ! নিশ্চয় না ৷ মধ্য প্রদেশের শাহডোল জেলার করকটী গ্রামে সম্প্রতি এমন এক অদ্ভূত ব্যক্তিরই সন্ধান পাওয়া গিয়েছে, যিনি প্রতিদিন এগুলোই খান ৷ নাম ভুরা যাদব শাহডোল ৷ তাঁর ঘাস, পাতা এবং কাঠ খাওয়ার ভিডিও এখন ভাইরাল (Viral Video Of Bhura Yadav) !
জানা গিয়েছে, এগুলি গত ১০ বছর ধরেই খেয়ে আসছেন ভুরা (Bhura Yadav Shahdol) ৷  দিব্যি চিবিয়ে চিবিয়ে ঘাস, পাতা খান ৷ আর তাও কাঁচাই ৷ গ্রামের মানুষরাও তাঁকে ঘাস, পাতা খেতে দেখতেই অভ্যস্ত ৷ খিদে পেলেই এগুলি খেয়ে নেন তিনি ৷ অন্য কিছু খাবারের কথা ভাবতেও পারেন না ভুরা যাদব !
advertisement
advertisement
অবিশ্বাস্য মনে হলেও সত্যি ৷ গত ১০ বছর ধরে এই খাবার খেতে খেতে এখন অভ্যস্ত ভুরা ৷ ভাত-রুটি বা অন্য যে কোনও খাবার তাঁর ইচ্ছেও করে না আর খেতে ৷ কারণ প্রতিদিনকার খাদ্যের তালিকায় ঢুকে পড়েছে এগুলোই ৷ আর তা খেয়েই দিব্যি রয়েছেন ভুরা যাদব ৷
advertisement
ছোটবেলার থেকেই ঘাস, পাতা খাওয়ার অভ্যাস ছিল তাঁর ৷ খেতেন কাঠও ৷ ছোটবেলার থেকেই দারিদ্র্যই ভুরার সঙ্গী ৷ দু’বেলা পেট ভরে খাবার খাওয়াও কঠিন ৷ তাই ধীরে ধীরে ঘাস, পাতা খেতে খেতেই এখন অভ্যাস হয়ে গিয়েছে ভুরা যাদবের ৷ আর অন্য কিছু খেতে ইচ্ছাও করে না তাঁর ৷ এতদিন ধরে এই সব খেয়ে কোনও সমস্যাও হয়নি ৷ কোনও রোগও সেভাবে খাবার থেকে হয়নি বলে জানিয়েছেন ভুরা ৷ ঘাস, পাতা এবং কাঠ- দিব্যি খেয়ে হজম করছেন তিনি !
advertisement
চিকিৎসকরাও ভুরার এই খাদ্যাভাস দেখে অবাক ৷ তাদের মতে, এ সব জিনিস পেটের ভিতরে গিয়ে হজম হয় না। এর পুষ্টিগুণও নেই। কিন্তু এই খাবার দিনের পর দিন খেয়ে কীভাবে বেঁচে রয়েছেন ভুরা, তা ভেবেই অবাক হচ্ছেন প্রত্যেকে !
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: ১০ বছর ধরে শুধু ঘাস, পাতা ও কাঠ খেয়েই দিব্যি বেঁচে এই ব্যক্তি ! ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement