viral video: কুকুর ছানার পিপাসা মেটাতে দেখুন কি কাণ্ড ঘটাল দুই বছরের শিশু! ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
viral video: ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক গ্রামের দু'বছরের এক শিশু তার আদরের ছোট্ট কুকুর ছানাকে জল খাওয়ানোর চেষ্টা করছে। তারপর...
#ভাইরাল: প্রতিদিন ঘুম থেকে ওঠার পর কিছু খবর আমাদের সামনে আসে যা সত্যিই মন ভাল করে দেয় (viral video)। ওই একটা মন ভাল করা খবর কাটিয়ে দিতে পারে জমে থাকা অবসাদ। তবে এই বিষয়টা আগে এত সহজ ছিল না। ভাল খবরের জন্য আমাদের চোখ রাখতে হত খবরের কাগজ বা টিভির পর্দায়। কিন্তু আজ মোবাইলে চোখ রাখলেই সব পাওয়া সম্ভব। তার ওপরে মন ভাল করা খবরের রশদ জমে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটারের মতো সোশ্যাল মিডিয়ায়(viral video)।
প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল (viral video)হচ্ছে। তার মধ্যে কখনও থাকছে গ্রাম থেকে উঠে আসা কোনও নাম না জানা শিল্পীর গান। আবার কখনও রানু মণ্ডল বা বাদাম কাকুরা হয়ে যাচ্ছেন ভাইরাল। এতে তাঁদের জীবনেও বদল আসছে বইকি! সেই সঙ্গে মন ভাল হয়ে যাচ্ছে অনেকের।
कद कितना ही छोटा हो, हर कोई किसी की यथासंभव #Help कर सकता है. Well done kid. God Bless you. VC- Social Media.#HelpChain #Kindness #BeingKind pic.twitter.com/yQu4k5jyh1
— Dipanshu Kabra (@ipskabra) December 7, 2021
advertisement
advertisement
সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে(viral video)। যা দেখে মন ভাল হয়েছে নেটিজেনদের। আর হবে নাই বা কেন এই ভিডিওর বিষয় এক শিশু ও তার পোষা আদরের দেশি কুকুর। এই দুটোই এতটাই আদুরে যে মানুষের মন ভাল হবেই। শিশু তো তার সরলতাতেই জিতে নেয় মন। আর সঙ্গে যদি জোটে ছোট্ট কুকুর ছানা, তবে তো কথাই নেই।
advertisement
ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক গ্রামের দু'বছরের(viral video) এক শিশু তার আদরের ছোট্ট কুকুর ছানাকে জল খাওয়ানোর চেষ্টা করছে। কুকুরটি জল পিপাসা পায়। তা বুঝতে পারে দুই বছরের ছোট্ট বাচ্চা ছেলেটি। সামনেই সে একটি হ্যান্ড পাম্প দেখতে পায়। সেই কলের হ্যান্ডেল ধরে আপ্রাণ চেষ্টা করে জল বার করার। কুকুরটি কলের নিচে বসে জিভ দিয়ে চেটে চেটে জল খেতে থাকে।
advertisement
বাচ্চাটি এতটাই ছোট যে সে কিছুতেই ঠিক করে জল বের করতে পারছে না। তবে বার বারের চেষ্টায় সে পিপাসা মেটায় ছোট্ট কুকুর ছানার। এই ভিডিও দেখে চোখে জল এসেছে নেটিজেনদের। অনেকেই প্রশংসায় মেতেছেন। এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ট্যুইটারে। দীপাংশু কাবরা নামের এক ব্যক্তি শেয়ার করেন ভিডিওটি। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল(viral video) হয়েছে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2021 8:08 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
viral video: কুকুর ছানার পিপাসা মেটাতে দেখুন কি কাণ্ড ঘটাল দুই বছরের শিশু! ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের