Viral Video: কী কাণ্ড! গাড়ির বনেটে বসে আচমকা বরের বাড়ি হাজির কনে! তারপর প্রকাশ্যে যা করে বসলেন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: আজকাল আর সে যুগ নেই। নিজেরাও বিয়ের আগে পরে এবং বিবাহ অনুষ্ঠান চলাকালীন নানারকম মজাদার রসিকতা করে সকলকে চমকে দেন এই যুগের কনেরা।
#ভাইরাল ভিডিও: সোশ্যাল মিডিয়া বিয়ের ভিডিওতে ভরপুর। কিছুকাল আগেও বিয়ের মণ্ডপে দেখা যেত লজ্জাবনত কনেদের মুখ। কিন্তু আজকাল আর সে যুগ নেই। সেইসময় কনেরা তাদের বিয়ের সময় খুব লাজুক ছিল, এখনকার কনেরা আগের মতো লাজুক নয়। আজকের কনেরা তাদের বিয়ে উপলক্ষে সব ধরনের মজা করেন। নিজেরাও বিয়ের আগে পরে এবং বিবাহ অনুষ্ঠান চলাকালীন নানারকম মজাদার রসিকতা করে সকলকে চমকে দেন এই যুগের কনেরা। শুধু তাই নয়, এখন সে হবু বরের কাছে তার মনের কথা খোলাখুলি বলতেও লজ্জা পায় না। প্রকাশ্যেই কখনও কখনও তার বরের কাছে তার হৃদয়ের কথা বলেন আজকের হবু কনেরা (Viral Video)।
সম্প্রতি এমনই একটি ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন কনে গাড়ির বনেটে চড়ে তার বিয়ের দিন বরের বাড়িতে পৌঁছেছে। এর পরে, তিনি নিজেই রাস্তা থেকে এমন কাজ করেন, যা দেখে আপনিও মুগ্ধ হবেন। ভিডিওতে দেখা যায়, কনে গাড়ির বনেটে বসেই বরকে দারুণ মজাদারভাবে বিয়ের প্রশ্ন করে বসেন। ভাইরাল এই ভিডিওতে মনের কথা সাফ জানানোর কনের এই অভিনব স্টাইলই জয় করে নিয়েছে নেটিজেনদের মন।
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের দিন কনে সরাসরি পৌঁছে যায় বরের বাড়িতে। এর পরে, সে বাড়ির বাইরে থেকে চিৎকার করে তার মনের কথা জানায়। গাড়ির বনেটে চড়ে বরের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন কনে। সে গাড়ির বনেটে বসেই বরের বাড়িতে পৌঁছয়। তারপর বরের বাড়ির নিচে পৌঁছন মাত্রই বর বারান্দায় দাঁড়ায়। দেখুন সেই ভিডিও।
advertisement
advertisement
এরপর কনে তার বরকে দেখে একইভাবে চিৎকার করে বলে, ‘তোমাকে বিয়ে করতেই হতো।’ জবাবে বর অবাক হয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ? তাই কনে আবার বলে, সম্মতিসূচক 'হ্যাঁ নাকি প্রশ্ন সূচক 'হ্যাঁ'। এই সময় কনেকে খুব উত্তেজিত দেখায়। ভিডিওটি witty_wedding নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যার ক্যাপশনে লেখা ছিল, 'বস কনে তার বরকে ডিডিএলজে স্টাইলে প্রপোজ করছে।'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2022 3:08 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: কী কাণ্ড! গাড়ির বনেটে বসে আচমকা বরের বাড়ি হাজির কনে! তারপর প্রকাশ্যে যা করে বসলেন

