Viral: শিক্ষিতা, ব্যবসার মালকিন ডিভোর্সি পাত্রী অল্প সময়ের জন্য বিয়ে করতে চান! ভাইরাল বিজ্ঞাপন ঘিরে নেটিজেনদের মধ্যে হাসির ফোয়ারা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral: বিয়েটা হবে ‘শর্ট ম্যারেজ’ বা স্বল্পকালীন বিয়ে। বিজ্ঞাপনের ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সংবাদপত্রে প্রকাশিত বিয়ের বিজ্ঞাপন অনেক সময়েই ভাইরাল হয়ে যায় বৈচিত্রের কারণে। সেই তালিকায় যোগ হয়েছে নতুন এক বিজ্ঞাপন। সেখানে মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন এক পরিবার। তবে বিয়েটা হবে ‘শর্ট ম্যারেজ’ বা স্বল্পকালীন বিয়ে। বিজ্ঞাপনের ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কী লেখা আছে বিজ্ঞাপনে? লেখা রয়েছে মুম্বইয়ের বিত্তবান এক ব্রাহ্মণ পরিবারের বিবাহবিচ্ছিন্না মেয়ের জন্য পাত্র চাই। তবে বিয়ে হবে স্বল্পকালীন। রয়েছে পাত্রীর বিবরণও। তরুণী শিক্ষিতা এবং সপ্রতিভ। তাঁর জন্ম ১৯৮৯ সালে। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ওই তরুণীর নিজস্ব ব্যবসা রয়েছে। কিন্তু নেটিজেনদের নিখাদ মজার কারণ বিজ্ঞাপনে ‘শর্ট ম্যারেজ’ শব্দদুটি।
advertisement
advertisement
নেটিজেনরা ব্যস্ত বিজ্ঞাপনের রহস্যভেদ করতে। এক নেটিজেনের মত, বিজ্ঞাপনে হয়তো শব্দচয়নে কিছু ভুল রয়ে গিয়েছে। তাঁর মতে, বিজ্ঞাপনদাতা হয়তো বলতে চেয়েছেন বিয়ের স্থায়িত্বকাল হবে অল্পদিনের। বেশিদিন দাম্পত্য না থাকলেও হবে।

এর আগেও বিয়ের বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছিল সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার পাত্রদের কাছ থেকে প্রস্তাব পেতে তাঁরা আগ্রহী নন। তাই বিজ্ঞাপনের উত্তরে সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা যেন অনুগ্রহ করে ফোন না করেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 11:27 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: শিক্ষিতা, ব্যবসার মালকিন ডিভোর্সি পাত্রী অল্প সময়ের জন্য বিয়ে করতে চান! ভাইরাল বিজ্ঞাপন ঘিরে নেটিজেনদের মধ্যে হাসির ফোয়ারা