Viral Egg Roll: এক হাত সমান রোল! একটা কিনলে তিনজনে খাবেন! দাম মাত্র ৭০টাকা!
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral Egg Roll: বিরাট বড় রোল! তাও মাত্র ৭০ টাকায়! তুমুল ভাইরাল! খেতে ছুটছেন বহু মানুষ! জানুন
মুর্শিদাবাদঃ কথায় বলে ভোজন রসিক বাঙালি। আর সেই বাঙালি যদি ফাস্টফুড পায় তাহলে কথাই নেই। এগরোল অনেকেই খান এবং ভালবাসেন। স্ট্রিট ফুড এর মধ্যে অন্যতম হল এগ রোল বা মটন রোল, তবে সেটা যদি বাঁশের মতন সাইজ হয় তাহলে কি আর চিন্তা আছে। সব রাস্তার স্টল, রেস্তোরাঁ তে কম দামেই পাওয়া যায় রোল। আজকে দেখুন একহাত সমান রোলের চিত্র। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া এলাকাতে তৈরি হয় বাঁশের মতন এক হাত সমান রোল।
এগরোল, মটন রোল, এমনকি চিকেন রোলও তৈরি করা হয়ে থাকে। আর সেই বাঁশের মতন রোল খেতে ভিড় জমান ভোজন রসিক ক্রেতারা। বহরমপুর শহরের গঙ্গা তীরবর্তী এলাকাতেই এই একটি রোল খেলেই পেট ভরে যাবে। শুধু তাই নয় এক হাত সমান রোল তৈরি করে বেশ নজির করেছেন বিক্রেতা সন্দীপ কর্মকার। মাত্র ৭০ টাকার বিনিময়ে এই রোল বিক্রি করেন বিক্রেতা সন্দীপ কর্মকার।
advertisement
advertisement
বাংলার অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড গুলির মধ্যে এগরোল একেবারে ওপরের সারিতেই থাকবে। পুজো হোক কিংবা মেলা, এগরোল ছাড়া যেন ঠিক জমে না। তবে ইদানীং বাঙালি বাড়ির বৈঠকখানাতেও যেন চপ মুড়ির পরিবর্তে জায়গা করে নিচ্ছে এগরোল। আর পেটুক বাঙালিও অবলীলায় আপন করে নিয়েছে এই বিভিন্ন আইটেমের রোল। যদিও ক্রেতাদের কথায় একা কেউ এই রোল খেতে পারবেন না। সহজে এই রোল খেতে লাগবে দুই থেকে তিনজন। যদি দুই থেকে তিনজন এই রোল খায় তবে তাদেরও পেট ভরে যাবে। অনায়াসে ৭০ টাকার দামে এই রোল বিক্রি করে থাকেন সন্দীপবাবু। কয়েক বছর ধরে বহরমপুর খাগড়া এলাকাতেই তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বাঁশের মতন সাইজের এক হাত সমান রোল তৈরি করে।
advertisement
কৌশিক অধিকারী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 29, 2023 11:30 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Egg Roll: এক হাত সমান রোল! একটা কিনলে তিনজনে খাবেন! দাম মাত্র ৭০টাকা!






