Lightning-School: স্কুলে বজ্রপাত! মুহূর্তে জ্ঞান হারায় একাধিক পড়ুয়া! হুগলিতে ভয়াবহ ঘটনা

Last Updated:

Lightning-School: ভয়াবহ ঘটনা হুগলির এই স্কুলে! বাজ পড়তেই এক সঙ্গে অসুস্থ হয়ে পড়ে স্কুলের একাধিক পড়ুয়া!

হুগলি: বাজ পড়ে অসুস্থ স্কুল পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে হরিপালের জেজুর অঞ্চলের কলাছড়া হাই মাদ্রাসায়। শুক্রবার দুপুর ৩.৩০ নাগাদ ঘটে ঘটনাটি। বজ্রপাতের কারণে অসুস্থ ও আতঙ্কিত হয়ে মাদ্রাসার ১৩ জন পড়ুয়া চিকিৎসাধীন হয় হরিপাল গ্রামীণ হাসপাতালে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উদ্বিগ্ন পড়ুয়াদের অভিভাবকরা ভিড় জমান হাসপাতাল চত্বরে।
স্থানীয় ও স্কুল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর হঠাৎই আকাশ কালো করে ব্রর্জ বিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টি শুরু হয়। সেই সময় হরিপালে জেজুর অঞ্চলের কলাছাড়া হাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় বাজ পড়ে বলে জানান শিক্ষক । ঘটনার পরেই কয়েকজন পড়ুয়া অসুস্থ বোধ করতে থাকে । এবং মুহুর্মুহ বাজ পড়ার ঘটনায় কয়েকজন পড়ুয়া আতঙ্কিত হয়ে পড়েন। স্কুলের শিক্ষকেরা তড়ি ঘড়ি প্রশাসন কে খবর দিয়ে পড়ুয়াদের হরিপাল গ্ৰামীন হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।
advertisement
আরও পড়ুন: 
advertisement
প্রথামিক চিকিৎসার পর কয়েকজন ছেড়ে দেওয়া হলেয় তবে সমস্ত পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। হাই মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিমুন সোয়ান জানান, ক্লাস চলাকালীন হঠাৎই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয় এবং স্কুলের পাশে একটা বাজ পড়ে। এরপরেই ক্লাস ফাইভ সহ অন্যান্য ক্লাসের কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে চৈতন্য হয়ে পড়ে। স্কুলে তাদের প্রাথমিক চিকিৎসা করার সময় অন্যান্য ক্লাসের বেশ কয়েকজন পড়ুয়া তখন অসুস্থ বোধ করতে থাকে। ঘটনায় আতঙ্কিত হয়ে অনেকেই অজ্ঞান হয়ে পড়ছিল। তারপরেই আশেপাশের লোক জড়ো করে সবাইকে হাসপাতালে নিয়ে আসা হয়।
advertisement
হরিপালের বিধায়ক করবী মান্না বলেন,স্কুলের গেটের কাছে একটি গাছে ব্রর্জপাত হয়। সেই ঘটনায় ২০ জন পড়ুয়া অসুস্থ হয়, যার মধ্যে ১৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। আপাতত তারা সুস্থ আছে। অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকজন যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদেরকে অবজারভেশনে রেখেছে চিকিৎসকরা।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lightning-School: স্কুলে বজ্রপাত! মুহূর্তে জ্ঞান হারায় একাধিক পড়ুয়া! হুগলিতে ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement