Viral: কিটক্যাট, ৫ স্টার, মিল্কিবার, ফেরেরো রশার থেকে ম্যাঙ্গো বাইট! বিয়ের কনের বিনুনি ও কেশসজ্জায় শুধুই চকোলেট-লজেন্স! ভাইরাল সাজ
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral: অভিনব সাজে চুল বেঁধেছেন এক তরুণী। ফুল বা চুলের চেনা অলঙ্কার নয়, তাঁর লম্বা বিনুনির সজ্জা চকোলেট ও টফি
মাঘ মাস পড়তেই চারদিকে বিয়ের নহবতের সুর। বিয়ের আসরে সব মেয়েরই ইচ্ছে থাকে, তাঁর সাজ যেন নজরকাড়াভাবে অন্যরকম হয়। বিয়ের সাজ কেমন হবে, তা নিয়ে কয়েক মাস ধরে চলে ভাবনাচিন্তা। তার পর সামাজিক মাধ্যমে নজর কাড়ার জন্যেও রয়েছে বাড়তি আকর্ষণ। বিয়েবাড়িতে তাক লাগিয়ে দেওয়ার পাশাপাশি যদি সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দুও হওয়া যায়, তাহলে তো কোনও কথাই নেই।
সেই ধারায় গা ভাসিয়ে অভিনব সাজে চুল বেঁধেছেন এক তরুণী। ফুল বা চুলের চেনা অলঙ্কার নয়, তাঁর লম্বা বিনুনির সজ্জা চকোলেট ও টফি। নাম না জানা ওই তরুণীর ছবি শেয়ার করেছেন চিত্রা নামে এক মেকআপ শিল্পী। সেখানে দেখা যাচ্ছে কনের চুল সাজানো হয়েছে কিটক্যাট, ৫ স্টার, মিল্কিবার, ফেরেরো রশার-সহ চকোলেটের নানা ব্র্যান্ডের মোড়কে। তাঁর হলুদ পোশাকের সঙ্গে মানানসই খোঁপা ও কানের দুলে ছিল ম্যাঙ্গো বাইট লজেন্সের মোড়ক। সিঁথিপাটি, মাঙ্গটিকা বা টিকলি এবং নেকলেসের পরিবর্তেও ছিল লজেন্স ও চকোলেটের বাহার।
advertisement
আরও পড়ুন : কনের তর্জনীর সিঁদুর বরের কপালে, কন্যাদান প্রথা বাদ দিয়ে মহিলা পুরোহিতের উপস্থিতিতে ছকভাঙা বিয়ে
advertisement
ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে ভিডিওটিতে লাইক এসেছে ২ লক্ষেরও বেশি। ভিউজ ছাপিয়ে গিয়েছে ৬ মিলিয়ন। ভিডিও দেখে অনেকেরই সরস মন্তব্য, বিয়ের কনে যেন বাচ্চাদের কাছে না যান। তাহলেই কচিকাঁচার দল চকোলেটের লোভে ঝাঁপিয়ে পড়বে। অনেকেই জানতে চেয়েছেন এমন অদ্ভুত সাজের অর্থ কী? আর এক জনের মন্তব্য, সমালোচনা না করে এই সৃজনশীলতার প্রশংসা করা উচিত।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2023 7:36 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: কিটক্যাট, ৫ স্টার, মিল্কিবার, ফেরেরো রশার থেকে ম্যাঙ্গো বাইট! বিয়ের কনের বিনুনি ও কেশসজ্জায় শুধুই চকোলেট-লজেন্স! ভাইরাল সাজ