Viral Amriti Sweet: অমৃতি-র পাকে পাকে রস, এই মিষ্টি কী দিয়ে তৈরি জানলে চমকে যাবেন, জেনে নিন রেসিপি

Last Updated:

Viral Amriti Sweet: এই মিষ্টি তৈরি করা হয় কলাই ডালের আটা এবং সামান্য বার্লি মিশিয়ে। তারপর এই মিষ্টিটিকে ডোবা তেলে ভেজে চিনির রসে ডুবিয়ে রাখা হয়। তাহলেই একেবারে তৈরি হয়ে ওঠে সুস্বাদু এই মিষ্টি।

+
মাসকলাই

মাসকলাই ডালের অমৃতি

কোচবিহার: বাঙালি মানেই মিষ্টির প্রতি আলাদা একটা অনুভূতি। বিশেষ কিছু মিষ্টি রয়েছে যার স্বাদ ও গুণ অপূর্ব হয়ে থাকে। বাঙালিরা বাদেও বহু মানুষ এই মিষ্টিগুলি খেতে দারুণ পছন্দ করে থাকেন। এমনই এক মিষ্টির নাম অমৃতি। মূলত মাসকলাই ডাল থেকেই তৈরি করা হয়ে থাকে এই মিষ্টি। কেজি হিসাবে কিংবা পিস হিসাবেও বিক্রি হয় এই মিষ্টি।
মাথাভাঙা মহকুমা শহরের বুকে শিবরাত্রি উপলক্ষে মেলা। শিবরাত্রি শেষ হয়ে গেল এই মেলা চলে প্রায় ২১ দিন পর্যন্ত। এই মেলাতেই ভিড় জমিয়েছেন অমৃতি প্রস্তুতকারীরা। প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করে এসে এই মিষ্টি স্বাদ উপভোগ করছেন।
advertisement
advertisement
এক দোকানের দুই গ্রাহক ফুলেশ্বরী শীল ও নবকুমার শীল জানান, \”বহু মানুষ তো নিজের বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন এই অতুলনীয় স্বাদের মিষ্টি। মেলায় যে সমস্ত মানুষেরা ঘুরতে আসেন তাঁরা যেমন কিনে থাকেন এই মিষ্টি। তেমনই মেলা ছাড়াও প্রচুর মানুষ এসে এই মিষ্টি কিনে নিয়ে যান নিজেদের বাড়ির জন্য। প্রতিবছর শিবরাত্রি মেলা উপলক্ষে এই দোকান বসতে দেখা যায় মেলার মধ্যে। প্রচুর মানুষ দূর-দূরান্ত থেকে এসে এই মিষ্টি কিনে নিয়ে যান। চলতি বছরে দশ টাকা দামেই বিক্রি হচ্ছে এই সুস্বাদু মিষ্টি।
advertisement
মিষ্টির দোকানের অমৃতি প্রস্তুতকারী ব্যক্তি ঝন্টু বর্মন জানান, তাঁদের দোকানে মূলত এই দু’ধরনের অমৃতি বেশ জনপ্রিয়। দীর্ঘ এই দোকানে তাঁরা এখনও পর্যন্ত অমৃত্তি তৈরি করে আসছেন। এই মিষ্টি যেমন কেজি হিসেবে বিক্রি করা হয়। তেমনই বিক্রি করা হয় পিস হিসেবেও। পিস হিসেবে এর দাম পড়ে এক একটি ১০ টাকা করে। এবং কেজি প্রতি এর দাম রয়েছে ২০০ টাকা। তবে এই মিষ্টি তৈরি করা হয় কলাই ডালের আটা এবং সামান্য বার্লি মিশিয়ে। তারপর এই মিষ্টিটিকে ডোবা তেলে ভেজে চিনির রসে ডুবিয়ে রাখা হয়। তাহলেই একেবারে তৈরি হয়ে ওঠে সুস্বাদু এই মিষ্টি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু, আজও গ্রাম বাংলার বুকে সমান জনপ্রিয় এই বিশেষ স্বাদের সুস্বাদু মিষ্টি অমৃতি।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Amriti Sweet: অমৃতি-র পাকে পাকে রস, এই মিষ্টি কী দিয়ে তৈরি জানলে চমকে যাবেন, জেনে নিন রেসিপি
Next Article
advertisement
বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট! কে তিনি জানেন? চাপে পড়ে গেল বিজেপি-নীতীশ!
তেজস্বী যাদবই হলেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ! উপ মুখ্যমন্ত্রী পদে দুই মুখ কারা?
  • কে হবেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ? বড় ঘোষণা করে দিলেন অশোক গেহলট। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট

VIEW MORE
advertisement
advertisement